বংশালে বাল্ব কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

রাজধানীর বংশালের আলু বাজারের একটি বাল্ব কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৮টা ২২ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ।

বিজ্ঞাপন

তিনি বার্তা২৪.কমকে বলেন, বংশালে আলুবাজারে একটি বাল্ব কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুরুতেই আমরা তিনটি ইউনিট পাঠিয়েছি। পরবর্তী দুটি পাঠানো হয়েছে। মোট পাঁচটি ইউনিট কাজ করছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।