টাঙ্গাইলে টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ
টাঙ্গাইলের মির্জাপুরে বিড়ি খাওয়ার টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে মহর আলীর (৪০) বিরুদ্ধে। নিহত নয়সুন্দরী বেগম (৭৫) উপজেলার কামারপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের স্ত্রী।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার পরই ঘাতক ছেলে মহর আলীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
স্থানীয়রা জানান, ছেলে মহর আলী মাদকাসক্ত। মাঝেমধ্যে সে মানসিক ভারসাম্যহীন আচরণ করতো। তার স্ত্রী গত ৭ বছর আগে তাকে তালাক দিয়ে চলে যায়। সকালে মহর তার মায়ের কাছে বিড়ি কিনে খাওয়ার জন্য টাকা চায়। এসময় তার মা নয়সুন্দরী টাকা দিতে অস্বীকৃতি জানায়। এতে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় ছেলে ক্ষিপ্ত হয়ে রান্না ঘর থেকে বটি এনে তার মাকে এলোপাতারিভাবে কোপাতে থাকে। পরে তার মায়ের আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। পরে উত্তেজিত স্থানীয়রা ছেলে মহর আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গিয়াস উদ্দিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় ছেলে মহর আলীকে আটক করা হয়েছে।