ধলেশ্বরী নদীতে ভাঙনের তীব্রতা বেড়েছে
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে ভাঙনের তীব্রতা বেড়েছে। গত দুই দিনে নদীগর্ভে বিলীন হয়েছে উপজেলার কেয়াইন ইউনিয়নের ইসলামপুর গ্রামের প্রায় ২০টি বাড়ি। ভাঙন হুমকিতে রয়েছে আরও শতাধিক বাড়িসহ নতুন মসজিদ এবং ইসলামপুর কামিল মাদরাসা।
এতে নদী ভাঙন কবলিত এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অনেক পরিবার তড়িঘড়ি করে তাদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিয়েছে।
রোববার (২ আগস্ট) বিকেলে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
স্থানীয়রা জানান, হঠাৎ করে ধলেশ্বরী নদীর পানি কমতে শুরু করেছে। এতে তীব্র ভাঙন দেখা দিয়েছে।
কেয়াইন ইউনিয়নের চেয়ারম্যান আশ্রাফ আলী শেখ জানান, নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এ পর্যন্ত প্রায় ২০টির মতো বাড়ি নদীগর্ভে চলে গেছে। খুব দ্রুত পদক্ষেপ না নিলে শতাধিক বাড়ি-ঘর নদীগর্ভে চলে যাওয়ার সম্ভাবনা আছে।
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার বলেন, ‘বিষয়টি আমি জানি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে। খুব দ্রুত প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে।’