মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ঢাকা কলেজের ছাত্র নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মাদারীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় সাদভী (২০) নামে ঢাকা কলেজের এক ছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে শিবচরের পাচ্চর গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সাদভী নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইটনা গ্রামের সাইফুল ইসলামের ছেলে ও ঢাকা কলেজ থেকে এ বছরের এইচএসসি পরিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশে রওনা হয় সাদভী। দুপুরের দিকে মোটরসাইকেলটি কাঠালবাড়ি ঘাট পার হয়ে ঢাকা-খুলনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গোলচত্বরের উপরে উঠিয়ে দিলে সে গুরুতর আহত হয়। এসময় গোলচত্বরে দায়িত্বরত শিবচর হাইওয়ে পুলিশের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় পাচ্চর রয়েল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে ফরিদপুরে নেওয়ার পথে দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন