খালেদা জিয়া আপোষ করে জেল থেকে বের হয়েছেন: জিএম কাদের

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি

বিএনপি রাজনীতির মাঠে দাঁড়াতে পারছেনা, নেতৃত্বহীনতায় দলটির নেতা-কর্মীরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। তাদের আপোষহীন নেত্রীও আপোষ করেই জেল থেকে বের হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি ।

বুধবার (১১ নভেম্বর) জাপার বনানী কার্যালয়ে খুলনা মহানগর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, খালেদা জিয়া দেশ ও মানুষের স্বার্থে একটি কথাও বলতে পারছেন না। তাদের আরেক নেতার প্রতি বিএনপির নেতা-কর্মীদেরই আস্থা নেই। তাছাড়া দেশের মানুষও বিএনপির কাছে কিছু প্রত্যাশা করে না। আওয়ামী লীগ মনে করে বঙ্গবন্ধু হত্যার সাথে বিএনপির প্রতিষ্ঠাতা জড়িত। আবার বিএনপির শাসনামলে ২১ আগস্টের গ্রেনেড হামলা বর্তমান প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশ্যে এমন ধারণাও ক্ষমতাসীনদের। তাই রাজনীতির মাঠে বিএনপির টিকে থাকা অনিশ্চিত হয়ে পড়েছে।

তিনি বলেন, উন্নয়ন ও সুশাসনের সাথে দেশ পরিচালনার অভিজ্ঞতা নিয়ে জাতীয় পার্টি রাজনীতির মাঠে সক্রিয় আছে। হুসেইন মুহম্মদ এরশাদ-এর শাসনামলের গৌরবোজ্জ্বল ঐতিহ্য নিয়ে এগিয়ে যাচ্ছে জাতীয় পার্টি। দেশের মানুষ এখন জাতীয় পার্টিকেই সরকারের বিকল্প শক্তি হিসেবে বিবেচনা করেন। জাতীয় পার্টিই হচ্ছে সরকারের একমাত্র বিকল্প শক্তি।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রতিটি নির্বাচনে জাতীয় পার্টি মাঠে থাকবে। ভোটের ফলাফল যাই হোক, নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত জাতীয় পার্টি ভোটের মাঠ ছাড়বে না। দলীয় প্রার্থীর বিপক্ষে কোনো নেতা-কর্মী অবস্থান নিলে সে আর জাতীয় পার্টি করতে পারবে না। পার্টি যতবার আওয়ামী লীগকে সমর্থন করেছে, ততবারই আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। তাই জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক শক্তিই রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখতে পারবে না।

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দেশের মানুষ এখন আওয়ামী লীগ আর বিএনপির শাসনামল দেখতে চায় না। দেশের মানুষ ফিরে পেতে চায় এরশাদের স্বর্ণালী যুগ। দেশের মানুষ ভোট দিতে চায় লাঙ্গলে, তারা জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। ডাবল এ-প্লাস পেয়ে জাতীয় পার্টি যখন রাজনীতির মাঠে, তখন অন্যদলগুলোর প্রতি সমর্থনের গ্রেড মাইনাস-সি।

বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (খুলনা বিভাগ) সাহিদুর রহমান টেপা, অতিরিক্ত মহাসচিব (সিলেট বিভাগ) এটিইউ তাজ রহমান, অতিরিক্ত মহাসচিব (চট্টগ্রাম বিভাগ) এ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান শেখ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, এ্যাড. জহিরুল হক জহির।

খুলনা মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এস.এম. আল যুবায়েরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, সৈয়দ মঞ্জুরুল হোসেন মঞ্জু, দফতর সম্পাদক-২ এম.এ. রাজ্জাক খান, যুগ্ম দফতর মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক।