‘নাগরিক অধিকার নিশ্চিত না হলে নির্বাচনে যাবে না বিএনপি’

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন নিয়ে কোনো আলোচনা হবে না, যতক্ষণ বাংলাদেশে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না। যতক্ষণ গণতান্ত্রিক প্রক্রিয়া দেশে ফিরে আসবে না, সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত হবে না, ততক্ষণ রাস্তায় রাস্তায় আন্দোলন চলবে। মনে রাখবেন চোরের দশদিন, গৃহস্থের একদিন।

শুক্রবার (২৬ মে) বিকেলে বর্তমান সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষে লক্ষ্মীপুরে বিএনপির জনসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের বশির ভিলা প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করে জেল বিএনপি।

বিজ্ঞাপন

তিনি বলেন, পুলিশের একাংশ, বুদ্ধীজীবীদের একাংশ, সরকারি আমলারা নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। অথচ এদেশের আপামর জনগণ এখনো নির্বাচন চায় না। কারণ সকলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের এখনো কোন পরিবেশ তৈরি হয়নি।

তিনি আওয়ামী লীগ ও সরকারের কঠোর সমালোচনা করে বলেন, এ সরকার হচ্ছে বাকশালী সরকার। বাকশালী মানে টেন্ডারে প্রভাব বিস্তার, জমি জবরদখল, লুটতরাজ, হত্যা, খুন, গুম, রাহাজানি করা। সাধারণ মানুষের অধিকার লুণ্ঠন করা, ভোটের অধিকার হরণ করা এ সরকারের কাজ। এ সরকার জনগণের সরকার নয়।

উচ্চ আদালতের নির্দেশনা অধিনস্থ এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলা, নির্বিচারে গ্রেফতার, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতিসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে বিএনপির এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা শহরের পুরাতন গো-হাটা সড়কের বশির ভিলা প্রাঙ্গণে জনসমাবেশের আয়োজন করা হয়।

এসময় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন,এই সরকার ফ্যাসিবাদি সরকার। এই সরকার কর্তৃত্ববাদী সরকার। এ সরকারের বিরুদ্ধে আন্দোলন বেগবান করার এখনই সময়।

জেলা বিএনপির উদ্যেগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যনির সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, সহ সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ মজুমদার, হারুনুর রশিদ ভিপি হারুন, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান।