জাপার ভাইস-চেয়ারম্যান ইয়াহইয়া চৌধুরীকে অব্যাহতি

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী কে পার্টি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে এই অব্যাহতি বলে দপ্তর সুত্র জানিয়েছে।

রোববার (৪ জুন) জাপার দপ্তর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ইয়াহইয়াকে আগে শোকজ হয়। তার জবাব সন্তোষজনক না হওয়া পার্টির মহাসচিব মুজিবুল চুন্নুর সুপারিশে তাকে অব্যাহতি দেয়া হলো।

পার্টি ‍সুত্র জানিয়েছে, সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী দলীয় নির্দেশনা অমান্য করে সিলেট সিটি করপোরেশনে আওয়ামী প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশ নেন। সিলেট সিটি নির্বাচনে জাপার দলীয় প্রার্থী থাকলেও তিনি আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে প্রকাশ্যে মঞ্চে নৌকার পক্ষে ভোট চান। এ কারণে ইয়াহইয়াকে প্রথমে শোকজ করা হয়েছিল।