বিএনপির পাল্টা কর্মসূচি ঠিক করতে বৈঠকে আওয়ামী লীগ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বিএনপির পাল্টা কর্মসূচি ঠিক করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসেছে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলী।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ সভা শুরু হয়।

বিজ্ঞাপন

জানা যায়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিদেশে অবস্থান করায় সোমবার দলের কর্মসূচি চূড়ান্ত হয়নি। এই সভায় বিএনপির কর্মসূচির বিপরীতে কর্মসূচি ঠিক করা হবে। এছাড়া বিএনপির কর্মসূচির ধরন বুঝে সতর্ক অবস্থানে থাকবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বিএনপির জনসমাবেশ কর্মসূচির বিরুদ্ধে আওয়ামী লীগ শান্তি সমাবেশ পালন করবে। বিএনপির শোভাযাত্রা, পদযাত্রার বিরুদ্ধে আওয়ামী লীগ উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি ঘোষণা দেবে। বিএনপির সমাবেশের ধরন ও পরিধি বুঝে রাজপথে লোক সমাগম করবে আওয়ামী লীগও।

এর আগে, সংসদ বিলুপ্ত ঘোষণা করে সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার একদফা দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ১৫ দিনের টানা কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ১৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচির আওতায় রাজধানী ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এবং বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে সমাবেশ ও রোড মার্চ করবে দলটি।