বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আ.লীগের শান্তি সমাবেশ বিকেলে



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আজ শনিবার রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশটি বিকাল ৩টায় শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। চিকিৎসা শেষে এদিন সিঙ্গাপুর থেকে দেশে ফেরার কথা রয়েছে তার।

এ ছাড়া শান্তি সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, এস এম কামাল হোসেনসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতারা বক্তব্য দেবেন।

শান্তি সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান। শান্তি সমাবেশ সঞ্চালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

গত বছরের মাঝামাঝি সময় থেকে বিএনপি ও তাদের মিত্র দলগুলো সরকার পতনের আন্দোলন শুরু করে। প্রায় একই সময় থেকে শান্তি সমাবেশ করে আসছে আওয়ামী লীগ। তবে দলটির নেতাদের দাবি এগুলো পাল্টা কোন কর্মসূচি নয়, জনগণের জানমালের নিরাপত্তা ও শান্তি বজায় রাখার উদ্দেশ্যে ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করে জনগণকে নিয়ে মাঠে রয়েছে। দ্বাদশ জাতীয় সংবাদ নির্বাচন পর্যন্ত এসব কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।

   

নরসিংদীর ৫ আসনে মনোনয়ন জমা দিলেন যারা



ডিস্ট্রিক্ট করেসপন্ডেট, বার্তা ২৪.কম, নরসিংদী
ছবি: আওয়ামী লীগ পদপ্রার্থী

ছবি: আওয়ামী লীগ পদপ্রার্থী

  • Font increase
  • Font Decrease

 

নরসিংদী জেলার ৬টি উপজেলার ৭১ টি ইউনিয়ন ও ৬টি পৌরসভা নিয়ে ৫ আসনে সংসদ নির্বাচন হয়ে থাকে। অন্যান্য সময়ের মতো এবারও দ্বাদশ সংসদ নির্বাচন ৫টি আসনেই হতে যাচ্ছে। এ বছর ৫টি আসনে সরকার দলীয় আওয়ামী লীগ, জাতীয় পার্টি প্রতিটি আসনে একজন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া নতুন কয়েকটি দলের প্রার্থীসহ মোট ৪৩জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদের মধ্যে যারা মনোনয়ন জমা দিয়েছেন তারা হলেন- নরসিংদী-১ (নরসিংদী সদর) আসনে বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম বীরপ্রতীক (আওয়ামী লীগ), জেলা জাতীয় পার্টির সভাপতি মো: ওমর ফারুক ভূইয়া (জাতীয় পার্টি), মো: ছবির মিয়া (বাংলাদেশ তরিকত ফেডারেশন), আওলাদ হোসেন মোল্লা (জাকের পার্টি), নরসিংদীর পৌরসভার সাবেক মেয়র ও জেরা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো: কামরুজ্জামান কামরুল (স্বতন্ত্র), শাজাহান মিয়া (বাংলাদেশ সুপ্রিম পার্টি), মো: ইকবাল হোসেন ভূইয়া, (বাংলাদেশ কংগ্রেস), মো: আক্তারুজ্জামান (স্বতন্ত্র), মো: জাকারিয়া (স্বতন্ত্র), মো: জলিল সরকার (তৃনমূল বিএনপি)।

নরসিংদী-২ (পলাশ) আসনে মোট মনোনয়ন জমা দিয়েছেন ৭জন প্রার্থী। এরা হলেন, আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে বর্তমান সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ (আওয়ামী লীগ), এ এন এম রফিকুল আলম সেলিম (জাতীয় পার্টি), জায়েদুল কবীর (জাসদ), পাঁচদোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাঁচদোনা স্যার কেজিগুপ্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাসুম বিল্লাহ (স্বতন্ত্র), সংবাদ পত্রিকার সম্পাদক আলতামাশ কবির মিশু (স্বতন্ত্র), পলাশ উপজেলা মহিলা লীগের সভানেত্রী আফরোজা সুলতানা ওরফে আফরোজা দিলীপ (স্বতন্ত্র) এবং সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটন (স্বতন্ত্র)।

নরসিংদী-৩(শিবপুর) আসনে মোট মনোনয়ন জমা দিয়েছেন ১০জন প্রার্থী এরা হলেন- সাবেক এমপি মরহুম কিরন খান এর ছেলে ফজলে রাব্বি খান (আওয়ামী লীগ), এ এস এম জাহাঙ্গীর পাঠান (জাতীয় পার্টি), সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা (স্বতন্ত্র), মুহাম্মদ নুরুজ্জামান (ইসলামী ঐক্যজোট), মো: মাসুম মৃধা (স্বতন্ত্র), সুশান্ত চন্দ্র বর্মন (তৃণমূল বিএনপি), মিরানা জাফরিন চৌধুরী (বাংলাদেশ সুপ্রিম পার্টি), শিবপুর উপজেলা মহিলা লীগের সভানেত্রী ফেরদৌসী ইসলাম ওরফে ফেরদৌস সিরাজ মোল্লা, (স্বতন্ত্র), মোহাম্মদ মাহফুজুর রহমান(গণফোরাম) ও ডা: মো: আলতাফ হোসেন (ন্যাশনাল পিপলস পার্টি)।

নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনে মোট মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬জন প্রার্থী। এরা হলেন- বর্তমান শিল্পমন্ত্রী এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, (আওয়ামী লীগ), মো: কামাল উদ্দিন (জাতীয় পার্টি), মো: ফয়সাল মিয়া (জাকের পার্টি), এমদাদুল হক ভুলন (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট), মো: হারুন অর রশিদ (বাংলাদেশ কংগ্রেস) ও মনোহরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম খান বীরু (স্বতন্ত্র)।

জেলার সর্ববৃহৎ ২৪টি ইউনিয়ন ও চরাঞ্চল নিয়ে নরসিংদী-৫ রায়পুরা আসন। এ আসনে এবার মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন প্রার্থী। এরা হলেন- বর্তমান সংসদ সদস্য রাজি উদ্দিন আহমেদ (আওয়ামী লীগ), মো: শহীদুল ইসলাম (জাতীয় পার্টি), মো: নাজমুল হক শিকদার (গণফ্রন্ট), আলহাজ্ব মুফতি আব্দুল কাদের মোল্লা (ইসলামী ঐক্যজোট বাংলাদেশ), বিল্লাল মিয়া (জাকের পার্টি), সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান চৌধুরী (স্বতন্ত্র), মমতাজ মহল (বাংলাদেশ কংগ্রেস), মো: সোলায়মান খন্দকার (স্বতন্ত্র), মো: মাহফুজুর রহমান (জাসদ) এবং মো: বিটু মিয়া (বাংলাদেশ ন্যাশনালিস্ট প্রন্ট)।



;

তালাবদ্ধ বিএনপি কার্যালয় থেকে ইসির চিঠি সরালো কে?



রাজু আহম্মেদ, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

  • Font increase
  • Font Decrease

 

সরকার পতনের এক দফা দাবিতে গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের পর থেকেই নেতাকর্মী শূন্য হয়ে পড়ে বিএনপি কার্যালয়। সে সময় একে একে গ্রেফতার হতে থাকে দলের শীর্ষ নেতারা, দলীয় কার্যক্রম থেকে ছিটকে গিয়ে নেতাকর্মী শূন্য হয়ে পড়ে দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। বিএনপির সেই সংকটপূর্ণ সময়ে সংলাপের চিঠি পাঠানো হয় ইসি পক্ষ থেকে।

গত (২ নভেম্বর) ইসির চিঠি নিয়ে আসা ব্যক্তি বিএনপির গুলশান কার্যালয় ঘুরে কাউকে না পেয়ে শেষে কেন্দ্রীয় কার্যালয়ে তালাবদ্ধ গেটের ফাঁকা অংশ দিয়ে রেখে যান সংলাপের চিঠি।

এরপর দীর্ঘদিন বন্দি দশায় ধুলোবালিতে পড়ে থাকলেও কদিন থেকেই সেখানে দেখা যাচ্ছে না বিএনপিকে দেওয়া ইসির সংলাপের সেই চিঠিটি। বর্তমানে চিঠির জায়গায় হঠাৎ দেখা যাচ্ছে বেশ কিছু দৈনিক পত্রিকা।

প্রশ্ন উঠেছে প্রায় একমাস ভয়ে বিএনপি নেতা কর্মীরা তো যাচ্ছেনা সেখানে। তাহলে চিঠি সরালো কে, কেউ না সরালো হঠাৎ ইসির চিঠি গেলো কোথায়? নাকি রাতের আধারে বা চুপি সারে বিএনপি নেতাদের কেউ নিয়ে গেছে সেই চিঠি?

এ বিষয়ে খোঁজ নিতে বেশ কিছু বিএনপি নেতা কর্মীর সাথে কথা বলেছে বার্তা২৪.কমের প্রতিবেদক।

পুলিশ নিজেই চিঠিটি সরিয়েছে অভিযোগ করে বিএনপি নেতারা বলছেন, ইসির চিঠির কোন ভিত্তি আমাদের কাছে নেই৷ এটা আমাদের সাথে তামাশা করা হয়েছে। আর চিঠি আমাদের প্রয়োজন হলে সংলাপের তারিখের আগেই আমরা নিয়ে আসতে পারতাম। যেহেতু পুলিশ সেখানে ঘাটি গেড়েছে তারা ছাড়া এটা অন্য কেউ সরানোর প্রশ্নেই আসেনা। কারণ পুলিশ সেখানে কাউকে ঘেঁষতে দিচ্ছেনা। তাদের ভাষ্যমতে স্থানীয় ব্যবসায়ীরাও নাকি বলছেন একি কথা।

এদিকে সমাবেশে সংঘর্ষের পর থেকেই কার্যালয়টিতে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। শুরুর দিকে কার্যালয়ের আশপাশে ঘেঁষতে দেওয়া হয়নি কাউকে। এর মধ্যে সেখান থেকে বেশ কয়েকজন নেতাকর্মী গ্রেফতার হয়েছে। তবে পুলিশের এমন কড়া নিরাপত্তা থাকা অবস্থায় গেলো কোথায় সেই চিঠি?

এ বিষয়ে কথা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল জোনের ডিসি হায়াতুল ইসলাম খানের সাথে। তিনি বার্তা২৪.কমকে বলেন, বিএনপির কেউ নিয়ে যেতে পারে। ইসির চিঠি, কে সরিয়েছে তা আমরা জানি না।

২৪ ঘণ্টা সেখানে পুলিশ থাকা সত্ত্বেও না জানার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিএনপির কার্যালয়ে আমাদের কোন হস্তক্ষেপ নেই। সেখানে যে কেউ আসতে পারে। তাদের কেউ সরাবে এ বিষয়ে আমরা তো কথা বলতে পারি না।

বিএনপি মর্যাদা দেয়নি ইসির আবেগের, তার পরিণতি ছিল চিঠির বিনা আদেশের কারাবন্দি জীবন, আর কারাবন্দি থাকাতেই অবস্থায় নিখোঁজ ইসির চিঠি। বিএনপি নেতাকর্মীরা জানেন না ইসির চিঠি গেলো কোথায়। জানেনা সেখানে ২৪ ঘণ্টা অবস্থান করা পুলিশ সদস্যরা। তাহলে কি গ্রামীণ ভাষায় বিএনপির বন্ধ কার্যালয় এখন মগের মল্লুক?

;

নির্বাচনের ট্রেন চলছে, কেউ থামাতে পারবে না: কাদের



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের ট্রেন চলছে। কারো বাধায় কোথাও আর থামবে না। গন্তব্যে পৌঁছানো পর্যন্ত এই ট্রেন চলবে। যত বাধাই দেওয়া হোক, কেউ এই ট্রেন থামাতে পারবে না, নির্বাচন হবে।

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন কমিশনে গিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে এসেছেন এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, একটা দল না আসলেই অংশগ্রহণমূলক হবে না এই কথা কি তারা বলেছে? সামগ্রিকভাবে একটা ফ্রি-ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশনের কথা তারা বলেছে। ৩০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে এই নির্বাচনে। প্রতি সিটে ৯ জন করে প্রার্থী। তাহলে অংশগ্রহণমূলক হচ্ছে না এই কথা কে বলল? মনোনয়নপত্র জমা দেয়ার সময় আচরণবিধি লঙ্ঘন না করতে। আওয়ামী লীগ সে দায়িত্ব নিবে না। সেটার জন্য যদি নির্বাচন কমিশন কোন অ্যাকশন নেই সে ক্ষেত্রে আমরা কোন ব্যবস্থা নিবো না।

নির্বাচনী আচরণবিধি নিয়ে তিনি বলেন, নির্বাচনের আচরণবিধি শুরু হয়েছে। নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারে। এটা নিয়ে আমরা কোন আপত্তি করব না।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান নিজেই বলেছেন জিয়ার রাজনীতি থেকে বঙ্গবন্ধুর রাজনীতিতে সম্মানিত বোধ করছেন। তারও তো স্বাধীনতা আছে। তার যদি আওয়ামী লীগ করতে ভাল লাগে তার সে স্বাধীনতা আছে। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, হয়তো আগে ভুল করে থাকতে পারে। নিজেই স্বীকার করেছেন। ইলেকশনে অনেকগুলো কৌশলের ব্যাপার আছে। কৌশলগত সিদ্ধান্ত আমরা নিতেই পারি। এখানে কোন ভুল নেই। নির্বাচন কমিশনের কোন কোড কেউ এখানে লঙ্ঘন করেনি।

স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে দলগতভাবে কোন ব্যবস্থা নেয়া হবে কি না এমন প্রশ্নের উত্তরে কাদের বলেন, অ্যাকশনের ব্যাপারটা ভিন্ন। আমাদের কৌশলগত দিক আছে। আমাদের নেত্রীর বক্তব্য যেটা উনি গণভবনে দিয়েছিলেন, আমাদের প্রার্থীদের উদ্দেশে। সেখানে আমরা ঢালাওভাবে সবাই ইলেকশন করব বিষয়টা এমন না। দলীয় শৃঙ্খলার সঙ্গে সঙ্গতি রেখে ১৭ তারিখের মধ্যে আমরা বিষয়টা নতুন করে দেখবো। অ্যাডজাস্টমেন্ট, অ্যাকুমুডেশন আমরা দলীয়ভাবে বিষয়টি দেখব।

এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

;

যে কারণে বিএনপি ছাড়লেন শাহজাহান ওমর



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

কারামুক্তির পরদিনই অনেকটা নাটকীয়ভাবে বিএনপি থেকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগে যোগ দিয়ে ঝালকাঠি-১ আসনে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ওমর বীরউত্তম।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে নিজের আইন পেশার চেম্বারে সাংবাদিকদের সঙ্গে আপালকালে শাহজাহান ওমর বলেন, এই মুহূর্ত থেকে আমি আর ‘বিএনপি ম্যান’ নই।

হঠাৎ করে দল বদল করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে শাহজাহান ওমর বলেন, আর কতবার নির্বাচনের বাইরে থাকব। এসময় তিনি বলেন, বিএনপির ২০১৪ সালের নির্বাচনে যাওয়া উচিত ছিল।

দ্বাদশ সংসদ নির্বাচনেও বিএনপি যেন ভোটে আসে, সেজন্য কারাগারে দলের মহাসচি মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য শীর্ষ নেতাদের বলেছেন বলে জানান তিনি। ওই সময় তারা ইতিবাচক মনোভাবও দেখিয়েছিলেন বলে দাবি শাহজাহান ওমরের।

বিএনপির ভোট বর্জনের নীতির সঙ্গে দ্বিমত প্রকাশ করে দলটির সাবেক ভাইস চেয়ারম্যান বলেন, আর কতবার আমরা নির্বাচনের বাইরে থাকব? বিএনপির দোষ-গুণ বিবেচনার সামর্থ্য আমার নাই। আমি মনে করি, বিএনপির ২০১৪ সালে নির্বাচনে যাওয়া উচিত ছিল। ২০১৮ সালে যাওয়া মিসটেক ছিল এবং এবার যাওয়া উচিত ছিল।

বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ওমর বিএনপির টিকিটে ১৯৭৯, ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন।

জোট সরকারের আমলে তিনি আইন প্রতিমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সম্প্রতি স্থায়ী কমিটির সদস্যপদ না পাওয়ায় এবং ঝালকাঠি জেলা বিএনপির নিয়ন্ত্রণ হারানোর কারণে তারেক রহমানের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়।

;