আইনে না হলে আন্দোলনে যাবে বিএনপি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাজধানীর গুলশানে বিএনপি’র স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নেতারা/ ছবি: বার্তা২৪.কম

রাজধানীর গুলশানে বিএনপি’র স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নেতারা/ ছবি: বার্তা২৪.কম

একাদশ সংসদ নির্বাচনকে কলঙ্কিত নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নির্বাচন বাতিল করে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আইনগত ব্যবস্থা নেবেন। তারপরও কাজ না হলে আন্দোলনে যাবেন বলে জানান তিনি।

সোমবার (৩১ ডিসেম্বর) বিকালে রাজধানীর গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠক শেষে এ দাবি জানান তিনি।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার সম্পূর্ণভাবে পক্ষপাতিত্ব করেছেন। তিনি কোনো নিরপেক্ষ কমিশনার না। এই নির্বাচনের বিরুদ্ধে প্রথমত আইনগত ব্যবস্থা নেবো এবং তারপরও না হলে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করবো।’

নির্বাচনের পরিবেশ নিয়ে তিনি বলেন, ‘এই নির্বাচন সম্পূর্ণ অগ্রহণযোগ্য। দলের নেতাকর্মীরা যেন সক্রিয় ভূমিকা না রাখতে পারে সেজন্য নির্বাচনের আগে অজ্ঞাত মামলা দেওয়া হয়েছিল। সেই মামলায় গত এক মাসে প্রায় ২১ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।’

‘সরকার পুরো রাষ্ট্রযন্ত্র, বিচার বিভাগ, পুলিশ-র‌্যাব, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে দেশে একটা যুদ্ধাবস্থা তৈরি করে ভীতি ও ত্রাসের সৃষ্টি করেছিল। যেন মানুষ ভোট দিতে না আসে। এছাড়াও এজেন্টদের টার্গেট করে গ্রেফতার করা হয়েছিল।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘ভাবতেও পারিনি এমন একটি পরিস্থিতির নির্বাচন হবে। আগের দিন থেকে ভোটের ব্যালটে সিল মেরে বাক্সে ঢোকানো হয়েছিল। প্রশাসন-পুলিশও ভোটের ব্যালট স্ট্যাপলিং করেছে। বারবার রিটার্নিং অফিসারদের জানোনোর পরও তারা ব্যবস্থা নেয়নি। আমরা নির্বাচন প্রত্যাখ্যান করছি এবং নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন দেওয়ার আহবান জানাচ্ছি।’