আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটিতে হায়দার মো. জিতু

  • ডেস্ক রিপোর্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য হলেন রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) ও সাবেক ছাত্রলীগ নেতা হায়দার মো. জিতু।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী কেন্দ্রীয় ছাত্রলীগে সর্বশেষ জয়-লেখক কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছিলেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নকালে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় কমিটিতেও বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি। গত ২২ নভেম্বর (২০২৪) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জিতুকে রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হয়। রংপুরের সাতমাথার সিরাজুল ইসলাম সিরাজ-সৈয়দা মনিরা বেগম দম্পতির সন্তান জিতু সমসাময়িক বিষয়ে জাতীয় গণমাধ্যমে নিয়মিত কলাম লিখে প্রশংসা কুড়িয়েছেন। ছাত্রলীগের রাজনীতির পাশাপাশি তরুণদের নিয়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডেও যুক্ত রয়েছেন তিনি।

গতকাল শনিবার (১০ ফেব্রুয়ারি) আওয়ামীলীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, বর্ষিয়ান নেতা মোজাফফর হোসেন পল্টুকে চেয়ারম্যান ও হারুনুর রশিদকে কো-চেয়ারম্যান করে ১৪০ সদস্য বিশিষ্ট আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটি গঠন করা হয়। এতে আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী বিন মোর্তজা এমপি’কে সদস্য সচিব করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে এই কমিটি ঘোষণা করা হয়েছে।  

কমিটির সদস্যরা হলেন, সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, সাকিব আল হাসান, শিবলী সাদিক, নাহিদা আক্তার, তামান্না নুসরাত বুবলী, রাকিবুল হাসান, দেওয়ান সফিউল আরেফিন টুটুল, ফজলুল হালিম রানা, এমাউল হক সরকার টিটু, নজরুল ইসলাম, আসিফ ইমতিয়াজ, আবদুল গাফফার, মোজাম্মেল হক মঞ্জু, শেখ মোহাম্মদ আসলাম, হাসানুজ্জামান খান বাবলু, সত্যজিৎ দাশ রুপু, হাফিজ খান মিলন, খুরশীদ আলম বাবুল, ইমতিয়াজ উদ্দিন আহমেদ চুন্নু, আহমেদ সাজ্জাদুল আলম ববি, আকরাম খান, মো. রফিক, আশিকুর রহমান মিকু, মো. ইলিয়াস হোসেন, কাজী ইনাম আহমেদ, আহম্মেদ আসিফুল হাসান, মোহাম্মদ মশিউর রহমা খোকন, আসাদুজ্জামান বাদশা, ফিরোজ মাহমুদ হোসেন টিটু, রাজিব আহমেদ রাসেল, জাবেদ সিদ্দিকী, এস এম ফয়সাল আহম্মেদ রানা, গোলাম রব্বানী, আল নাহিয়ান খান জয়, লেখক ভট্টাচার্য, শাহরিয়ার আজম মুন্না, শাহীন আহম্মেদ, এজাজ মোহাম্মদ, মোস্তফা জামান লিটন, লায়ন ইকজয়াবাল লতিফ, বেলায়েত হোসেন অপু, মাহমুদ আল ফারুক প্রিন্স, মানস দাস ধলু, মামুনুল হক চৌধুরী, পুনম শারমিন ঝিলমিল, হারুনুর রশীদ, অহিদুজ্জামান রাজু, মেজবাহ উদ্দিন শফি, আবুল বাশার, সৈয়দ রাসেল, মো. আলমগীর হোসেন, ডা. মো. রিজওয়ানুল আহসান বিপুল, আক্তার হোসেন, মাহমুদুল হাসান আনোয়ার, আনোয়ার হোসেন আনু, ডা. ওমর ফারুক, দীদার মো. নিজামুজল ইসলাম, শাহাদাত হোসেন রাজন, অয়ন ওসমান, মো. ওবায়দুর রহমান বিপ্লব, মাশরাফী হিরো, মো. নূর আলম ভূঁইয়া রাজু, জামসেদ আলম, আরিফুর রহমান লিমন, রইচ উদ্দিন ফকির, গোলাম সারওয়ার চৌধুরী মুরাদ, মো. নাজমুল আহসান, কামরুল ইসলাম, আমিরুল ইসলাম খান বাবলু, শফিউল আলম জুয়েল, শাহাদাত হোসেন, মো. ফকরুদ্দিন মিয়া, মো. সাইফ উদ্দিন বাবু, সাজ্জাদ হোসেন, মো. আশরাফুল আলম, আব্দুর জব্বার রাজ, জিহান আল রশিদ, এস এম তৌহিদ আল হোসেন তুহিন, নুরুল আজীম রনি, হায়দার মো. জিতু, মাহাবুবুল এহসান রানা, ইকবাল ইউসুফ চৌধুরী নিকু, নজরুল ইসলাম বিপ্লব, সৈয়দা নিগার সুলতানা, কামাল হোসেন পলাশ, মো. মোস্তফা কামাল হুমায়ুন হিমু, মাইনদ্দিন শিকদার, হাবিউল্লাহ লিটন, মো. তুহিন মিয়া ভুঁইয়া, আশরাফ হায়দার, শিথীন মন্ডল, মো. মফিজুল ইসলাম জুয়েল, মাজহারুল ইসলাম তুহিন, আব্দুর রব সুফল, শেখ জামিল, সুলতান রাজিবুল আলম, মো. কামাল হোসেন, জাবেদ হাবিব তালুকদার, মো. তাহেরুল আলম চৌধুরী স্বপন, মো. আউরঙ্গজেব, মো. আতিকুজ্জামান আতিক, ডা. মোস্তফা শাদমান সাকিব, বাহার উদ্দিন রেজা (বীর প্রতীক), এস এম আনিছুর রহমান খোকন, তাহসিন আলম, পারভেজ জামান, শিপংকর শীল, আজিজুর রহমান খান তামিম, দিদারুল আলম, জেসমিন আক্তার, সায়মা আক্তার প্রমি ও দুলাল হোসেন।

 

বিজ্ঞাপন