গণহত্যা দিবসে আওয়ামী লীগের আলোচনা সভা শুরু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভা শুরু হয়েছে। আলোচনা সভাটি আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ।

সোমবার (২৫ মার্চ) বেলা ২টায় রাজধানী গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ আলোচনা সভা শুরু হয়।

বিজ্ঞাপন

আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু ৭ মার্চ বাংলাদেশের মানুষজনকে আহ্বান জানিয়েছিলেন যার যা আছে তাই নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার জন্য। কিন্তু ২৫ মার্চ কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র পুরো জাতির উপর ঝাপিয়ে পড়েছিল। সেদিন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সে ঘোষণায় বাংলার আপামর জনগণ যুদ্ধে নেমেছিল কোন অস্ত্র ছাড়াই। সে রাতের নির্মম গণহত্যার নিন্দা পুরো বিশ্ব জানিয়েছিল।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

আলোচনা সভায় ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নির্মল কান্তি দাস, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমান এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির সহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করছেন দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।