ছাত্রদের বাধার মুখে গাড়ি রেখেই হেঁটে যেতে বাধ্য হলেন যুব মহিলা লীগ নেত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি।

যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি।

কোটা সংস্কার আন্দোলনে সড়ক অবরোধের মুখে পায়ে হেঁটে যেতে বাধ্য হয়েছেন বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি।

বুধবার (১০ জুলাই) চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় জরুরি সেবা পরিবহন বাদে অন্য সকল যান চলাচল বন্ধ করে দেয়া হয়।

বিজ্ঞাপন

দুপুর পৌনে একটা নাগাদ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির গাড়ি আটকে দেন শিক্ষার্থীরা। গাড়িটি বাংলামোটর থেকে মিন্টো রোডের দিকে যাচ্ছিলো।

তবে সে গাড়ি যেতে দেয়নি আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে হেঁটে যেতে বাধ্য হয় তিনি। সাবেক এই ছাত্রলীগ নেত্রী হেঁটে মিন্টো রোডের দিকে চলে যান।

বিজ্ঞাপন

এ সময় তার প্রতিক্রিয়া জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হয়নি তিনি।