প্রধানমন্ত্রীর কারাবন্দী দিবসে আলোচনা সভা করবে আওয়ামী লীগ

  • Sajid Sumon
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: আওয়ামী লীগ এর লোগো

ছবি: আওয়ামী লীগ এর লোগো

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা জেলা আওয়ামী লীগ।

সোমবার (১৫ জুলাই) ঢাকা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরমান হোসেন অপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৬ জুলাই) আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস। ১/১১-এর অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন মিথ্যা-বানোয়াট, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়।

এতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতির কারাবন্দি দিবস উপলক্ষে রাজধানির তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে ১৬ জুলাই সকাল সাড়ে ১০টায় ঢাকা জেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এতে আরও উপস্থিত থাকবেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম ও ঢাকা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করবেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ এবং সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন।