দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মির্জা আব্বাস

মির্জা আব্বাস

জাতীয়তাবাদী যুবদলের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বর্তমানে অনেক জায়গায় দুষ্কৃতিকারীরা উশৃঙ্খল করার চেষ্টা করছে, তাদেরকে প্রতিহত করতে হবে।

বুধবার (৭ আগস্ট) নয়া পল্টনে বিএনপির আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মির্জা আব্বাস বলেন, আমাদের দলের বহু নেতাকর্মী এই আন্দোলনে আটক হয়েছিল। কিছু কিছু নেতাকর্মী মুক্তি পেয়েছেন। আরো অনেক নেতাকর্মী বন্দী রয়েছেন।

তিনি বলেন, যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান, বাড়ি দখল করার চেষ্টা করছেন তারা সাবধান হয়ে যান। নাহলে এই ছাত্র জনতার হাত থেকে রেহাই পাবেন না।

বিজ্ঞাপন

সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্র নেতারা উপস্থিত আছেন।