আওয়ামী লীগের ভবিষ্যৎ ঠিক করবে জনগণ: পার্থ
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, আওয়ামী লীগের পতন হয়েছে বিপ্লবের মাধ্যমে। এখন পরিস্থিতি শান্ত হতে কিছুটা সময় লাগবে। বিপ্লব ঘটিয়েছে জনগণ, তারাই ঠিক করবে আগামীতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে।
সোমবার (১২ আগষ্ট) রাতে রাজধানীর মিন্টোরোডে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বাসভবন যমুনায় সাক্ষাত শেষে তিনি গণমাধ্যমে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘রাজনৈতিক দল কাগজে-কলমে হয় না এটার ভাগ্যও কাগজে-কলমে নিয়ন্ত্রণ হয় না। জনগণে দাঁড় করায় এবং জনগণের ছুঁড়ে ফেলে দেয়। এই যে গণহত্যা তার বিচার হবে, হাজার মানুষ মারা গেছেন এখানে আওয়ামীলীগের ১৭ বছরের শাসনে যা হয়েছে তার বিচার হবে ‘
১৫ই আগস্ট শোক দিবস উপলক্ষে ছুটির বিষয়ে তিনি বলেন, সার্বজনীন ভাবে যতটুকু সম্মান পাওয়ার যোগ্য ততটুকু সম্মান দিয়েই যেন উপদেষ্টারা কাজ করে।
পার্থ আরও বলেন, বিগত সরকারের যাদের অবৈধ সম্পদ আছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে ওইসব সম্পদ আন্দোলনে যাদের হত্যা করা হয়েছে তাদের পরিবারের মধ্যে দান করা হোক। বিগত সরকারের বেতন ভাতা থেকে সবই অবৈধ। ১৫ বছর ধরে তাদের সব ই অবৈধ। এখন রাষ্ট্র মেরামতের সময়। আমরা নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করতে চাইনা। এসরকার ভালো যা কিছু করবে আমরা তার পাশে আছি বলে মন্তব্য করেন তিনি।