অন্তর্বর্তী সরকার চাইলে এপ্রিলে নির্বাচন সম্ভব: মেজর হাফিজ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ

অন্তর্বর্তী সরকার চাইলে আগামী এপ্রিলের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে একটি মামলায় হাজিরা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মেজর হাফিজ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন দেওয়া। আমরা বিভিন্ন মহল থেকে নানা কথা শুনছি, তবে নির্বাচন কেন্দ্রিক আলোচনা খুবই কম। বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চায়।

তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া যত জ্ঞানীগুণী লোকের সরকারই আসুক, তারা দুর্বল। প্রফেসর ইউনূসকে বিএনপি ইতোমধ্যে সমর্থন দিয়েছে এবং ভবিষ্যতেও সমর্থন দেবে। তবে আমরা আশা করি, তিনি যেন নানাজনের কথায় প্রভাবিত না হন।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের সমালোচনা করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দেশে যেসব সংস্কার দরকার, তা অন্তর্বর্তীকালীন সরকার করলে যুক্তিযুক্ত হবে। তবে এটি জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে করা হলে আরও ভালো হবে।

এদিকে, বরিশাল সাইবার ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার চার্জ গঠনের তারিখ ছিল সোমবার। হাজিরা দিতে গেলে আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে সাইবার ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. গোলাম ফারুক তাকে মামলা থেকে অব্যাহতি দেন।

উল্লেখ্য, এ মামলায় মোট আসামি ছিলেন দুজন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোলার বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।