আবাহনী প্রাঙ্গনে শেখ কামালের প্রতিকৃতিতে ক্রীড়ামন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি

  • স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী আজ

শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী আজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশের ক্রীড়া ও সংস্কৃতি জগতের উজ্জ্বল নক্ষত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।

৫ আগস্ট, বুধবার সকাল ৯টায় তারই অংশ হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। মন্ত্রী এরপর ধানমন্ডিতে আবাহনী ক্লাব মাঠে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময়ে যুব ও ক্রীড়া সচিব আখতার হোসেন ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 

ক্রীড়া প্রেমিক শহীদ শেখ কামাল ছিলেন আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ক্লাবের প্রতিষ্ঠাতাকে স্মরণ করার আয়োজন করেছে আবাহনী।