বর্ষসেরা কোচ ম্যানসিটির গার্দিওলা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রিমিয়ার লিগ ট্রফির পাশে ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা

প্রিমিয়ার লিগ ট্রফির পাশে ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা

ম্যানচেস্টার সিটিকে প্রিমিয়ার লিগ ও লিগ কাপ শিরোপা উপহার দিয়েছেন কোচ পেপ গার্দিওলা। সেই কৃতিত্বের পুরস্কার পেলেন এ ফুটবল গুরু। লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন এই স্প্যানিশ ফুটবল ব্যক্তিত্ব।

দ্বিতীয় স্থানে থাকা নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ১২ পয়েন্টের ব্যবধানে লিগ শিরোপা জিতেছে ম্যানসিটি। আর লিগ কাপের ফাইনালে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে রুপালি হাসি দিয়েছেন গার্দিওলা।

বিজ্ঞাপন

আরও একটি শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে কাতালান কোচের সামনে। শনিবার রাতে অল ইংলিশ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যানসিটি মুখোমুখি হচ্ছে স্বদেশী ক্লাব চেলসির বিপক্ষে।

বর্ষসেরা কোচের অ্যাওয়ার্ড ট্রফি হাতে পেপ গার্দিওলা

এর আগে ২০১৭-১৮ মৌসুমেও এই পুরস্কার জিতেছিলেন গার্দিওলা। এবার সেরা হওয়ার লড়াইয়ে তিনি হারিয়েছেন লিডস ইউনাইটেডের কোচ মার্সেল বিয়েলসা, নরউইচ সিটির কোচ ড্যানিয়েল ফার্কে, চেলসি নারী দলের কোচ এমা হায়েস, ওয়েস্ট হ্যামের কোচ ডেভিড ময়েস ও লেস্টার সিটির কোচ ব্রেন্ডন রজার্সকে।