দুই বছর পরপর বিশ্বকাপ অযৌক্তিক: সেফেরিন

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন

উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন

ফিফার বার্ষিক কংগ্রেসে দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব উত্থাপন করেছে সৌদি আরব ফুটবল ফেডারেশন (এসএএফএফ)। প্রস্তাবটা বিবেচনায় নিয়েছে বিশ্ব ফুটবলের এ অভিভাবক সংস্থা। ফিফার বার্ষিক সভায় প্রস্তাবটি পাসও হয়েছে। উপস্থিত ১৮৮টি দেশের মধ্যে এসএএফএফ সভাপতি ইয়াসের আল মিসেহালের প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১৬৬টি। ইতিবাচক সাড়া দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোও।

দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা খতিয়ে দেখতে যাচ্ছে সংস্থাটি। দুই বছর অন্তর বিশ্বকাপ আয়োজনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সমীক্ষা করতে যাচ্ছে এখন ফিফা। সমীক্ষা হবে বিশ্বসেরাদের আসরের বাছাইপর্ব নিয়েও।

বিজ্ঞাপন

কিন্তু উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবের পক্ষে নন। এটা তিনি কোনোভাবেই মানতে পারছেন না। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ অভিভাবক সংস্থার প্রধান বলেন, ‘দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজন অসম্ভব, অযৌক্তিক এক চিন্তা। এটা রাজনৈতিক চিন্তা। বাস্তবে এটা কখনো সমর্থন পাবে না।’

সেফেরিন বাস্তবতা তুলে ধরে আরও বলেন, ‘তাহলে পরের বিশ্বকাপ ২০২২ সালে। তারপরের আসর ২০২৬ এ। ২০২৮ সালে হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। তাই ওই বছর বিশ্বকাপ হলে ইউরোপিয়ান দলগুলো সেখানে খেলবে না। কোপা আমেরিকা থাকলে বিশ্বকাপে খেলতে পারবে না দক্ষিণ আমেরিকার দলগুলোও। এরপরও কি ওই বছর বিশ্বকাপ হবে?”

দুই বছর পরপর বিশ্বকাপ হলে ফুটবলারদের চোটে পড়ার ঘটনা আরও বেড়ে যাবে। সেফেরিন সেটাও মনে করিয়ে দিলেন, ‘বর্তমান বর্ষপঞ্জিতে এটা অসম্ভব। ধারণা করুন, প্রতি বছর মাসব্যাপী প্রতিযোগিতা ফুটবলারদের জন্য কেমন হবে। এখন ফুটবলাররা বেশি বেশি চোট পাচ্ছে। কারণ তাদের সবসময় খেলতে হচ্ছে। তাদের সামনে কেবল ব্যস্ত সূচি।’