সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ স্থগিত

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশের নারী ফুটবলাররা

বাংলাদেশের নারী ফুটবলাররা

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে অনুশীলন চালিয়ে যাচ্ছিল বাংলাদেশের মেয়ে ফুটবলাররা। আগামী জুলাইয়ে হওয়ার কথা ছিল আসরটি। কিন্তু করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতির কারণে টুর্নামেন্টটি স্থগিত করেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।

পরে সুবিধাজনক সময়ে আয়োজন করা হবে ফুটবল টুর্নামেন্টটি। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘আসরটি বাতিল হয়নি। জুলাইয়ের টুর্নামেন্টটি আপাতত স্থগিত করেছি আমরা৷ পরে সুবিধাজনক সময়ে টুর্নামেন্টটি আয়োজন করব।’ 

বিজ্ঞাপন

অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপ স্থগিত হলেও অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি দক্ষিণ এশিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশের মাটিতে ২৭ আগস্ট থেকে হওয়ার কথা রয়েছে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ।

টুর্নামেন্ট স্থগিত হলেও নারী ফুটবল লিগের মাঝে অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলারদের ক্যাম্প চালু রাখবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ৩০ জন নারী ফুটবলারকে নিয়ে অনুশীলন ক্যাম্প চালিয়ে যাবেন কোচ গোলাম রব্বানী ছোটন।