মুলারের প্রত্যাবর্তনের রাতে জার্মানির হোঁচট

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দীর্ঘ বিরতি দিয়ে ফিরলেও জয়ের দেখা পেলেন না টমাস মুলার

দীর্ঘ বিরতি দিয়ে ফিরলেও জয়ের দেখা পেলেন না টমাস মুলার

২০১৮ সালের পর এই প্রথম জার্মানির হয়ে মাঠে নামলেন টমাস মুলার ও ম্যাটস হামেলস। কিন্তু তাতে কোনো লাভ হলো না। জয়ের দেখা পেল না জার্মানি। ইউরো ২০২০ এর প্রস্তুতি হিসেবে অস্ট্রিয়ার মাঠে প্রীতি ম্যাচে জার্মানরা ১-১ গোলে ড্র করল ডেনমার্কের সঙ্গে।

এতদিন দলের তরুণদের দিকেই নজর দিয়ে গেছেন কোচ জোয়াকিম লো। যে কারণে মুলার ও হামেলসের সঙ্গে দল থেকে ছিটকে যান জেরোম বোয়াটেঙ্গ। তবে চলতি গ্রীষ্মের ইউরো চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে দলে ফিরেছেন মুলার ও হামেলস।

বিজ্ঞাপন

২ জুন, বুধবার রাতে বিরতির পরপরই ফ্লোরিয়ান নেউহস প্রথম জার্মানিকে লিড এনে দেন। তবে ৭১তম মিনিটে ডেনমার্ককে সমতায় ফেরান স্ট্রাইকার ইউসুফ পলসেন।

তবে জয় পেতে পারতো জার্মানি। যদি না সার্জ গনাব্রির শট গোলবারে আঘাত না করতো।

অন্য প্রীতি ম্যাচে মেম্ফিস ডিপে’র জোড়া গোলেও জয় পায়নি নেদারল্যান্ডস। ডাচ শিবির ২-২ গোলে ড্র করেছে স্কটল্যান্ডের সঙ্গে। স্কটিশদের হয়ে গোল করেন জ্যাক হেন্ড্রি ও কেভিন নিসবেট।