সেরেনার জয়, বার্টির বিদায়

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সেরেনা উইলিয়ামস

সেরেনা উইলিয়ামস

জয়রথে ছুটে চলেছেন সেরেনা উইলিয়ামস। তারই ধারাবাহিকতায় ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন আসরের এ সপ্তম বাছাই। হারিয়ে দিলেন রোমানিয়ান প্রতিপক্ষ মিহায়েলা বুজারনেসকুকে।

৩৯ বছরের উইলিয়ামস পথম সেট জেতেন ৬-১ গেমে। তবে চ্যালেঞ্জিংপূর্ণ দ্বিতীয় সেট হেরে বসেন ৫-৭ গেমে। তৃতীয় সেট ৬-১ গেমে অনায়াসে জিতে ম্যাচই নিজের করে নেন সেরেনা। শেষ ৩২ পর্বে মার্কিন এই সুপারস্টার মুখোমুখি হবেন স্বদেশী প্রতিপক্ষ ড্যানিয়েলে কলিন্সের বিপক্ষে।

বিজ্ঞাপন

জয় ছিনিয়ে নিয়েছেন ১৫তম বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কাও। বেলারুশ এ তারকা ৭-৫ ও ৬-৪ গেমে হারান ড্যানিশ টিনেজার ক্লারা তাউসনকে।

তবে ইনজুরি নিয়ে এবার লাল দুর্গ থেকে বিদায় নিলেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অ্যাশলেই বার্টি। ঊরুর চোটে ভুগে সেকেন্ড রাউন্ডের প্রথম সেট প্রতিপক্ষ ম্যাগদা লিনেটের কাছে ৬-১ গেমে হেরে যান শীর্ষ বাছা্ই এ অস্ট্রেলিয়ান তারকা। পরে ম্যাচটিই ছেড়ে দেন টুর্নামেন্টের ২০১৯ সালের এ চ্যাম্পিয়ন।

এর আগে চোট নিয়ে ফ্রেঞ্চ ওপেন ছেড়ে দেন পেত্রা কেভিতোভা। আর মিডিয়ার সামনে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়ে বিতর্কে জড়িয়ে নিজেই সরে দাঁড়ান নাওমি ওসাকা।