কোপা আমেরিকার উদ্বোধনে ব্রাজিল-ভেনেজুয়েলার লড়াই

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কোপা আমেরিকা হবে ব্রাজিলের মাটিতে

কোপা আমেরিকা হবে ব্রাজিলের মাটিতে

কোপা আমেরিকার ১০৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করতে চেয়েছিল আর্জেন্টিনা ও কলম্বিয়া। কিন্তু আয়োজকের তালিকা থেকে কলম্বিয়া প্রথম বাদ পড়ে দেশটিতে সরকার বিরোধী সহিংস আন্দোলন ছড়িয়ে পড়ায়। পরে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় নাম কাটা যায় আর্জেন্টিনারও।

ব্রাজিলের করোনা পরিস্থিতিও ভালো নয়। কিন্তু তারপরও পেলে-নেইমারদের দেশেই এবারের কোপা আমেরিকা আয়োজন করবে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো লাতিন আমেরিকা ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ আসর বসতে যাচ্ছে ব্রাজিলে।

বিজ্ঞাপন

চূড়ান্ত হয়েছে কোপা আমেরিকার ব্রাজিল আসরের সূচিও। পূর্ব নির্ধারিত ১৩ জুন টুর্নামেন্টের পর্দা উঠবে গারিঞ্চা স্টেডিয়ামের ব্রাজিল-ভেনেজুয়েলার ম্যাচ দিয়ে। ‘বি’ গ্রুপে ব্রাজিল লড়বে কলম্বিয়া, ইকুয়েডর ও পেরুর বিপক্ষে।

লিওনেল মেসিরা প্রথম ম্যাচ খেলবে ১৪ জুন। আর্জেন্টিনা নিজেদের উদ্বোধনী ম্যাচ খেলবে চিলির বিপক্ষে। ‘এ’ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ বলিভিয়া, প্যারাগুয়ে ও উরুগুয়ে।

সেমি-ফাইনাল দুটি হবে ৬ ও ৭ জুলাই ভোরে। ১১ জুলাই ভোরে মারাকানায় ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের।