গোল হজম না করেই ইতালির অষ্টম জয়

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

টানা ২৮ ম্যাচে অজেয় রয়ে গেল ইতালি

টানা ২৮ ম্যাচে অজেয় রয়ে গেল ইতালি

দুর্দান্ত ফর্মে রয়েছে ইতালি। ছিনিয়ে নিচ্ছে একের পর এক জয়। ইউরো ২০২০ আসরকে সামনে রেখে শেষ প্রস্তুতি ম্যাচেও দাপুটে জয় ছিনিয়ে নিলো চারবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। বলোনায় প্রীতি ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইতালি। কোনো গোল হজম না করেই কোচ রবার্তো মানচিনির দল জিতল টানা আট ম্যাচ।

ইতালির হয়ে গোল করেন সিরো ইম্মোবাইল, নিকোলো বারেলা ও ডোমেনিকো বেরার্ডি। তাদের মাঝে নিজের ৩০তম জন্মদিন দুরন্ত এক গোলে রাঙিয়ে নেন লোরেনজো ইনসিগনে। তাদের দুরন্ত পারফরম্যান্সে অজেয় থাকার রেকর্ডটা টানা ২৮ ম্যাচে বাড়িয়ে নিলো ইতালি।

বিজ্ঞাপন

২০১৮ সালের পর কোনো ম্যাচ না হারা আজ্জুরি শিবির ২০২০ ইউরোতে নিজেদের উদ্বোধনী ম্যাচে স্বাগত জানাবে তুরস্ককে। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ এ টুর্নামেন্টে ইতালি খেলবে ‘এ’ গ্রুপে। গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ ওয়েলস ও সুইজারল্যান্ড।