কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে ব্রাজিল!
‘মরুর বুকে বিশ্ব কাঁপে’কাতার বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৫ দিন। শুরুর ক্ষণ যতই এগিয়ে আসছে কে এগিয়ে কে পিছিয়ে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ব্রাজিল নাকি আর্জেন্টিনা। সমর্থকদের মধ্যে তর্ক যুদ্ধে কাউকেই পিছিয়ে রাখার সুযোগ নেই। ব্রাজিলের ষষ্ঠ শিরোপা নাকি লিওনেল মেসির প্রথম।
এসব তর্কের মধ্যে সামনে এলো বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল অনুসরণ করা বাণিজ্য বিশ্লেষকদের হিসেব। তারা বলছেন কাতার বিশ্বকাপের শিরোপা জিতবে ব্রাজিল।
ফুটবল খুব ভালোভাবে অনুসরণ করেন বিশ্বের এমন ১৩৫জন বাণিজ্য বিশ্লেষকের মধ্যে জরিপ চালিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। যেখানে প্রায় ৫০ শতাংশ ভোট পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে আছে ব্রাজিল। আর্জেন্টিনা পেয়েছে মাত্র ১৫ শতাংশ ভোট।
ওই জরিপে বলা হয়, কাতার বিশ্বকাপে ফেভারিট হিসেবে এগিয়ে আছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। জরিপের ফলাফল বলছে আবারো ২০০২ বিশ্বকাপের পর শিরোপা ঘরে তুলবে সেলেসাওরা।
গোল্ডেন বল জিতবেন মেসি অথবা নেইমার। আর গোল্ডেন বুট যাবে কিলিয়ান এমবাপ্পের দখলে। গোল্ডেন গ্লাভস পাবেন ব্রাজিলের অ্যালিসন বেকার।
এই জরিপে অংশ নেয়া ৪৬ শতাংশ অর্থাৎ প্রায় অর্ধেক ভোটই গেছে ব্রাজিলের পক্ষে। আর্জেন্টিনাকে এগিয়ে রেখেছেন ১৫ শতাংশ বিশ্লেষক। ফ্রান্স পেয়েছে ১৪ শতাংশ ভোট। জার্মানি ৭ শতাংশ, ইংল্যান্ড ও বেলজিয়াম পেয়েছে মাত্র ৫ শতাংশ সমর্থন।
তবে আর্জেন্টিনার ভক্তদেরও নিরাশ হওয়ার সুযোগ নেই। ফিফা গেমের ফ্র্যাঞ্চাইজি ইএ স্পোর্টস বিশ্বকাপের ৬৪ ম্যাচের গতি প্রকৃতি বিবেচনা করে ট্রফি তুলে দিচ্ছে মেসিদের হাতে।
এদিকে অস্ট্রেলিয়ার ফুটবল কিংবদন্তি টিম কাহিলের ভবিষ্যদ্বাণী হলো- ব্রাজিল এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন।
টিম কাহিল কাতার বিশ্বকাপের আয়োজন তত্ত্বাবধানকারী সুপ্রিম কমিটি ফর ডেলিভারি ও লিগ্যাসির সদস্য। সুপ্রিম কমিটি ফর ডেলিভারি ও লিগ্যাসির সদস্য টিম কাহিল, স্যামুয়েল ইতোসহ বেশ কয়েকজন সাবেক তারকা ফুটবলার। কাহিলের এই কমিটির কাজ কাতার বিশ্বকাপ আয়োজনের বিভিন্ন দিক তদরকি করা।
এই কমিটির এক অনুষ্ঠানে কাহিল ভবিষ্যদ্বাণী করেন। তিনি বলেন, “ফাইনালে বেলজিয়ামকে হারিয়ে নেইমাররা ‘হেক্সা' বা ষষ্ঠ বিশ্বকাপ জয়ের গৌরব উদযাপন করবে।”