মেসি-এমবাপ্পেদের ম্যাচে বাঁশি বাজাবেন পোলিশ রেফারি মার্চিনিয়াক

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
মেসি-এমবাপ্পেদের ম্যাচে বাঁশি বাজাবেন পোলিশ রেফারি মার্চিনিয়াক

মেসি-এমবাপ্পেদের ম্যাচে বাঁশি বাজাবেন পোলিশ রেফারি মার্চিনিয়াক

  • Font increase
  • Font Decrease

কাতার বিশ্বকাপের ফাইনালে সেই গুরুদায়িত্ব পাচ্ছেন পোল্যান্ডের সিমন মার্চিনিয়াক।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ফাইনালের রেফারি হিসেবে তার নাম ঘোষণা করে ফিফা। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পেদের শিরোপা নির্ধারণী ম্যাচ পরিচালনা করবেন পোল্যান্ডের ৪১ বছর বয়সী এই রেফারি।

এবারের বিশ্বকাপে এই দুই দলেরই ম্যাচ আগে পরিচালনা করেছেন তিনি। গত ২৬ নভেম্বর গ্রুপ পর্বে ফ্রান্স-ডেনমার্ক ম্যাচ ও ৩ ডিসেম্বর শেষ ষোলোয় আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচের দায়িত্বে ছিলেন মার্চিনিয়াক। দুটি ম্যাচেই ফ্রান্স ও আর্জেন্টিনা জেতে ২-১ ব্যবধানে। দুটো ম্যাচ মিলিয়ে তিনি মোট ৫টি হলুদ কার্ড দেখিয়েছেন, তবে কোনো লাল কার্ড বা পেনাল্টি দেখা যায়নি সে ম্যাচে।

অপেশাদার ফুটবলে খেলার পাশাপাশি মাত্র ২১ বছর বয়সে রেফারিংয়ে নাম লেখা মার্চিনিয়াক। ২৫ বছর বয়সে এটিকেই পেশা হিসেবে বেছে নেন তিনি। রেফারি হিসেবে ফিফার তালিকাভুক্ত হন ২০১১ সালে। ওই বছর ইউরোপা লিগের ম্যাচ পরিচালনার দায়িত্ব পান। চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হয় পরের বছর।

২০১৫ সালে তিনি ছিলেন ইউরো অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রধান রেফারি। ২০১৬ ইউরোতে তিনটি ম্যাচ পরিচালনার দায়িত্ব পান তিনি। বিশ্বকাপে তার পা পড়ে ২০১৮ আসর দিয়ে। ওই বছরই উয়েফা সুপার কাপে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের লড়াইয়ে বাঁশি ছিল তার হাতে। সেই ধারাবাহিকতায় এবার পেলেন আরও বড় দায়িত্ব ও সম্মান।

তাকে সাহায্য করার জন্য থাকবেন পাভেল সাকোলনিকি এবং টোমাস লিসটিভিকজ। চতুর্থ রেফারি হিসেবে থাকবেন যুক্তরাষ্ট্রের ইসমাইল এলফাথ। অন্যদিকে, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-হিসেবে থাকবেন পোল্যান্ডের টমাস কিভিয়াটকস্কি।

   

বৃষ্টি নেই মিরপুরে, ফিল্ডিংয়ে বাংলাদেশ



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বৃষ্টির শঙ্কা দূরে ঠেলে মিরপুরে নির্ধারিত সময়েই হয়েছে টস। যেখানে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী নিউজিল্যান্ড। আগের ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেনি কিউইরা। বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান ও তানজিম হাসান সাকিব। এ ম্যাচে অভিষেক হতে যাচ্ছে খালেদ আহমেদের। দলে যোগ দিয়েছেন হাসান মাহমুদ।

এদিকে বিশ্বকাপের আগে স্কোয়াড নির্বাচন করতে বেশ গুরুত্বপূর্ণ ছিল এই সিরিজটি। এই সিরিজের পারফরম্যান্স দিয়েই বিশ্বকাপের জন্য সেরা স্কোয়াড বাছাই করবে নির্বাচকরা। তাই আজ বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি শেষে করা না গেলে স্কোয়াড নির্বাচন নিয়ে বেশ সমস্যায় পড়তে হবে নির্বাচকদের।

মিরপুরের আবহাওয়ার পূর্বাভাসে আগের ম্যাচের মতোই দুপুর, বিকেল ও সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা অনেকবেশি। ম্যাচ পুরোপুরি হওয়ার ক্ষেত্রেও রয়েছে শঙ্কা।

এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথমটিও পরিত্যক্ত হয় বৃষ্টিতে। সে ম্যাচে শুরুতে কিউইদের ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ম্যাচটি পরিত্যক্ত হওয়ার আগে ৩৩.৪ ওভারে ৫ উইকেট খরচায় ১৩৬ রান করে সফরকারীরা। বাংলাদেশি বোলারদের মধ্যে ৭ ওভার হাত ঘুরিয়ে ২৭ রান খরচায় ৩ উইকেট শিকার করেন মুস্তাফিজ। অপর দুই উইকেট শিকার করেন নাসুম আহমেদ। ৮ ওভার হাত ‍ঘুরিয়ে ২১ রান খরচায় ২ উইকেট তুলেন নাসুম। দীর্ঘদিন পর দলে ফেরা মাহমুদউল্লাহকেও দেখা গেছে হাত ঘুরাতে। চার ওভার হাত ঘুরিয়ে ২১ রান খরচ করেছেন তিনি। পাননি উইকেটের দেখা।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, মাহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বোয়েস, হেনরি নিকোলস, টম ব্লুন্ডেল (উইকেটরক্ষক), রাচিন রবীন্দ্র, কোল ম্যাককনচি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’

;

ভিসা জটিলতায় আটকে আছে বাবরদের ভারত যাত্রা



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

এশিয়া কাপের ব্যর্থতা ভুলে বিশ্বকাপে সেরাটা পেতে বাবরদের জন্য দুবাইয়ে অনুশীলন ক্যাম্প করতে চেয়েছিল পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। তবে শেষ পর্যন্ত সেটি করা সম্ভব হচ্ছে না। ভিসা জটিলতায় দুবাই ট্রিপ বাতিল করতে হয়েছে পিসিবিকে। এমনকি ভারতে যাওয়ার ভিসাও এখনও হাতে পায়নি দলটি। এমনটিই জানানো হয়েছে ক্রিকইনফোর প্রতিবেদনে।

মূলত, ভারত বিশ্বকাপে অংশগ্রহণের জন্য এখনও ভিসা হাতে পায়নি পাকিস্তান দল। এদিকে বিশ্বকাপ মাঠে গড়ানোর খুব বেশি সময় বাকি নেই। এই অবস্থায় তাই দুবাই সফর বাতিল করে ভারত সফরের ভিসা জটিলতা কাটাবে পিসিবি।

বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছে, ভিসা পেতে দেরি হওয়ায় কিছুটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। কেননা, বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া দলগুলোর মধ্যে একমাত্র পাকিস্তান ছাড়া বাকি সব দলের ভিসা হয়ে গেছে। তবে খুব শিগগিরই এই দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে তৈরি হওয়া ভিসা জটিলতা কাটিয়ে ভারতে পৌঁছাবে পাকিস্তান; এমনটাই আশা করছেন তারা।

সব ঠিক থাকলে হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামার আগে আগামী বুধবার দুবাই যাবে বাবর আজমের দল। এরপর সেখান থেকে বৃহস্পতিবার সরাসরি হায়দরাবাদে গিয়ে পৌঁছাবে তারা। এরপর সেখানে পৌঁছে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে দলটি। প্রস্তুতি ম্যাচটি মাঠে গড়াবো দর্শকবিহীন স্টেডিয়ামে।

এরপর ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলে বিশ্বকাপ যাত্রা শুরু করবে পাকিস্তান। ৬ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে দলটি মুখোমুখি হবে নেদারল্যান্ডসের বিপক্ষে।

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’

;

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে আজও বৃষ্টির শঙ্কা



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বৃষ্টির কারণে শেষ করা যায়নি নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও রয়েছে বৃষ্টির শঙ্কা। আজ সকাল থেকেই বেশ কয়েকবার বৃষ্টি হয়েছে মিরপুরে। এদিকে ম্যাচ শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় দুপুর ২ টায়। সব মিলিয়ে এই পরিস্থিতিতে নির্ধারিত সময়ে ম্যাচ মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

এদিকে বিশ্বকাপের আগে স্কোয়াড নির্বাচন করতে বেশ গুরুত্বপূর্ণ ছিল এই সিরিজটি। এই সিরিজের পারফরম্যান্স দিয়েই বিশ্বকাপের জন্য সেরা স্কোয়াড বাছাই করত নির্বাচকরা। তাই আজ বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি মাঠে না গড়ালে স্কোয়াড নির্বাচন নিয়ে বেশ সমস্যায় পড়তে হবে নির্বাচকদের।

মিরপুরের আবহাওয়ার পূর্বাভাসে আগের ম্যাচের মতোই দুপুর, বিকেল ও সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা অনেকবেশি। ম্যাচ পুরোপুরি হওয়ার ক্ষেত্রেও রয়েছে শঙ্কা।

এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর শুক্রবার বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল। টিম হোটেলে জিম ও সুইমিংয়ে সীমাবদ্ধ ছিল দলীয় কার্যক্রম। ১১৩ মিলিমিটার বৃষ্টিতে মিরপুর স্টেডিয়ামে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, তাতে অনুশীলন করার মতো পরিস্থিতিও ছিল না।

ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা থাকলেও বাংলাদেশের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে পেসার হাসান মাহমুদকে। ধারণা করা হচ্ছে আগের ম্যাচে পারফর্ম করায় বিশ্বকাপের কথা মাথায় রেখে এ ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে। অন্যদিকে বিশ্বকাপের আগে তরুণ পেসার হাসানকে আরেকটু ঝালিয়ে নিতে পারে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’

;

নিষিদ্ধ নাসির, খেলতে পারবেন না ঘরোয়া ক্রিকেটেও



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বাংলাদেশের জার্সিতে নাসির হোসেন সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সেই ২০১৮ সালে। এরপর মাঠের চেয়ে মাঠের বাইরের ইস্যুতেই সবচেয়ে বেশি আলোচনায় আসতে হয়েছে তাকে। তবুও ফেরার স্বপ্ন দেখছিলেন নাসির। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে চেয়েছিলেন জাতীয় দলে ফিরতে। ফেরা আর হলো না তার। উল্টো এবার দেশের ক্রিকেটেই নিষেধাজ্ঞার মুখে পড়তে বসেছেন এক সময়ের প্রতিভাবান এই ক্রিকেটার।

নাসিরের বিরুদ্ধে এবার অভিযোগ তুলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেই অভিযোগে বলা হয়েছে ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি-টেন লিগে অনিয়ম করেছেন নাসির। ৭৫০ ডলার মূল্যের (বাংলাদেশি টাকায় ৭৫ হাজার ৫০০) একটি গিফট নিয়েছেন। তবে এ বিষয়ে তদন্ত কর্মকর্তাদেরকে কিছুই জানাননি তিনি। ম্যাচ গড়াপেটার জন্য তিনি কোনো প্রস্তাব পেয়েছেন কিনা; সে বিষয়টিও পরিষ্কার করেননি নাসির। ফলে তার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনে আইসিসি।

আইসিসির এই অভিযোগ এখনও প্রমাণিত না হলেও, অভিযোগটি আমলে নিয়ে নাসিরকে এক রকম নিষিদ্ধ করেছে বিসিবি। আসন্ন বিপিএলের প্লেয়ার্স ড্রাফটেও রাখা হয়নি নাসিরকে। বলা হচ্ছে আগামীতে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও দেখা যাবে না নাসিরকে। বিষয়টি নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘নাসিরের বিরুদ্ধে আইসিসি দুর্নীতির অভিযোগ এনেছে। কারও বিরুদ্ধে এরকম অভিযোগ এলে যে কোনো টুর্নামেন্টে তার অংশগ্রহণে সীমাবদ্ধতা আসে।’

বিপিএল ড্রাফটে না থাকলেও আগামীতে ঘরোয়া ক্রিকেটে নাসিরকে দেখা যাবে কিনা এ নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, ‘আমরা নাসিরকে বিপিএল ড্রাফটে রাখিনি। আইসিসি ক্লিয়ার না করা পর্যন্ত বাংলাদেশের কোনো টুর্নামেন্টেই খেলবে না সে।’

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’

;