ওডিআই বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দলে আছেন স্মিথ, ম্যাক্সওয়েলের মতো ব্যাটাররা। ছবি : সংগৃহীত

দলে আছেন স্মিথ, ম্যাক্সওয়েলের মতো ব্যাটাররা। ছবি : সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে বহুল প্রতীক্ষিত আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ-২০২৩। ভারতে অনুষ্ঠেয় ওই বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড আজ সোমবার ১৮ সদস্যের স্কোয়াড প্রকাশ করেছে।

ক্রিকেট টাইমস জানিয়েছে, অভিজ্ঞ খেলোয়াড় এবং প্রতিশ্রুতিশীল প্রতিভার সমন্বয়ে গঠন করা ওই স্কোয়াড ক্রিকেটভক্তদের মুগ্ধ করেছে।

বিজ্ঞাপন

স্কোয়াডটি আসরে প্রতিদ্বন্দ্বী অন্যান্য দলগুলোর বিরুদ্ধে শক্তিশালী চ্যালেঞ্জ উপস্থাপন করবে বলে আশা করা হচ্ছে।

চৌকস প্যাট কামিন্সকে অধিনায়ক করে সব বিভাগে বিশ্বমানের খেলোয়াড়দের সন্নিবেশ ঘটিয়েছে অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

চাপের পরিস্থিতিতে বড় রান করার ক্ষমতা সাফল্যের জন্য বেশ গুরুত্বপূর্ণ হবে। তাই ব্যাটিং বিভাগে রাখা হয়েছে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ এবং গ্লেন ম্যাক্সওয়েলের মতো অভিজ্ঞ ব্যাটারদের। যারা ব্যাটিংয়ে ফায়ার পাওয়ার জোগাবে।

বোলিংয়ের ক্ষেত্রে পেস আক্রমণে থাকবেন কামিন্স, মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউডের মতো বোলাররা, যারা যেকোনও প্রতিপক্ষকে সমস্যায় ফেলতে পারে। তাদের গতি, সুইং এবং নির্ভুলতা সারাবিশ্বের ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেছে। তাই বলা যায়, অস্ট্রেলিয়ার সাফল্যের চাবিকাঠি হতে চলেছে বোলিং।

স্পিন বোলিংয়ের দায়িত্বে আছেন অ্যাডাম জাম্পা এবং অ্যাশটন অ্যাগার, যারা সীমিত ওভারের ফরম্যাটে তাদের মেধা প্রমাণ করেছেন। তাদের মধ্যম ওভার নিয়ন্ত্রণ করার এবং গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার ক্ষমতা অস্ট্রেলিয়ার এগিয়ে যাওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

২০২৩ ওডিআই বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সানঘা, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোনিস , ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা