আফগান পরীক্ষা দিতে লাহোরে পৌঁছেছে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

এশিয়া কাপের শুরুটা দুঃস্বপ্ন বাংলাদেশের।প্রথম ম্যাচে হতাশার তিক্ততা দিয়েছে বাংলাদেশ। হেরেছে বাজেভাবে। বলা চলে, ম্যাচে শ্রীলঙ্কার সামনে স্রেফ উড়ে গেছে বাংলাদেশ। বড় হারের হতাশা নিয়ে এবার দ্বিতীয় ম্যাচ খেলতে পাকিস্তানের লাহোরের পৌঁছেছেন সাকিব আল হাসানরা।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে লাহোরে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা থেকে পাকিস্তানে গিয়ে বিশ্রাম নেওয়ার সুযোগ পাবে না বাংলাদেশ। কারণ, একদিনের ব্যবধানে আগামী ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবেন সাকিবরা।

বিজ্ঞাপন

আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। লঙ্কানদের কাছে হেরে শঙ্কা জেগেছে আসরের সুপার ফোরে ওঠা নিয়ে। এশিয়া কাপে টিকে থাকতে আফগানদের বিপক্ষে তাই যেকোনো মূল্যে জিততে হবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের। তাতে, অন্তত খানিকটা নির্ভার থাকা যাবে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ। প্রথম ম্যাচের ভুল শুধরে নিয়ে এদিন মাঠে নামতে হবে সাকিব-মুশফিকদের।