পথশিশু বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

  • বার্তা২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে পথশিশুদের বিশ্বকাপ ক্রিকেট। আগামী ২০-৩০ সেপ্টেম্বর ভারতের চেন্নাইয়ে আয়োজিত হবে এবারের আসর। এতে বাংলাদেশসহ অংশ নেবে ১৫ দেশের ২৪ দল।

শ্রী দায়া ফাউন্ডেশন এবং ভারতের বেশ কয়েকটি সংস্থার সহায়তায় যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা স্ট্রিট চাইল্ড ইউনাইটেডের নেতৃত্বে আয়োজিত হচ্ছে বিশ্বকাপের এবারের আসর। এই টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিতে সোমবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি হলে সংবাদ সম্মেলন করা হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বাংলাদেশ পথশিশু ক্রিকেট দলকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয় বেসরকারি উন্নয়ন সংস্থা লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভলপমেন্ট অর্গানাইজেশন। এই সংস্থার খুদে ক্রিকেটাররাই এবারের পথশিশু ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

বিশ্বকাপের আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ পথশিশু ক্রিকেট দলের অধিনায়ক হাসান আলী মুসাফির, ‘আমরা দীর্ঘদিন ধরে প্র্যাক্টিস করেছি। আমাদের দল অনেক শক্তিশালী। আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা জিতে আসতে পারি।’ কোচ আসাদ উল্লাহ আসাদ জানালেন প্রস্তুতির কথা, ‘এই পথশিশুরা তিন-চার বছর ধরে বিশ্বকাপ খেলার প্রস্তুতি নিচ্ছে। আমি আমার একাডেমি থেকে তাদের প্রস্তুত করেছি। যেহেতু তারা তিন-চার বছর ধরে প্রস্তুতি নিচ্ছে, বিভিন্ন টুর্নামেন্ট খেলেছে, তাই তারা আত্মবিশ্বাসী।’

এ বছর বিশ্বকাপের মূল প্রতিপাদ্য ‘পরিচয় এবং প্রবেশাধিকার’ অর্থাৎ মৌলিক পরিষেবাগুলিতে পথশিশুদের প্রাপ্যতা এবং তাদের অংশগ্রহণকে জোরালো করা।

বাংলাদেশ দল: হাসান আলী মুসাফির (অধিনায়ক), ইমন ইসলাম (সহ-অধিনায়ক), হাসিব, রুবেল, আফরিন খাতুন, সাথী, রাজিয়া, জেসমিন, স্বপ্না, হামিদা।