শুরু হতে না হতেই বৃষ্টিতে থেমে গেল ম্যাচ



বার্তা২৪ স্পোর্টস
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

টসের পরই এক পশলা বৃষ্টি হয়েছিল। তবে সে বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। আম্পায়ার এবং খেলোয়াড়রা যখন মাঠে নামেন, তখন ঠিক ঝকঝক না হলেও আকাশে ভালো রোদ ছিল। কিন্তু নিউজিল্যান্ড ইনিংস পঞ্চম ওভারে গড়াতেই বৃষ্টির প্রত্যাবর্তন।

মিরপুরের আকাশে ঘন কালো মেঘ আর ঝোড়ো বাতাস সঙ্গে নিয়ে আসা বৃষ্টিতে আপাতত থেমে গেছে খেলা। খেলা বন্ধ হওয়ার আগে ৪.৩ ওভারে বিনা উইকেটে ৯ রান করেছে কিউইরা।

এর আগে বৃষ্টির পূর্বাভাস মাথায় রেখেই টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন এই সিরিজে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। দীর্ঘ সময় পর এই ওয়ানডে দিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ এবং ফর্ম হাতড়ে বেড়ানো ব্যাটার সৌম্য সরকার।

অবসর নাটক আর ছুটি-ইনজুরির বিরতি কাটিয়ে একাদশে জায়গা করে নিয়েছেন সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও।

   

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

 

আগের দিনের পুরো সময়জুড়ে ম্যাচ নিজেদের দখলে রেখেছিল বাংলাদেশ। তবে সিলেট টেস্টের চতুর্থ দিনটা শুরু হলো ধাক্কা দিয়ে। ক্যাপ্টেন্সির অভিষেকে শতক পাওয়া নাজমুল হোসেন শান্ত এদিন ফিরলেন দ্বিতীয় ওভারেই। এরপর নিয়মিত বিরতিতেই উইকেত হারিয়েছে স্বাগতিকরা।

মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ৯৪ ওভার শেষে ৭ উইকেটে ৩১৭ রান করেছে শান্তরা। 

বিস্তারিত আসছে…

;

সূর্যকুমারকে অধিনায়ক করেই প্রোটিয়া সফর, বিশ্রামে রোহিত-কোহলি



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

 

বিশ্বকাপের পরেও যেন বিশ্রামের কোনো সুযোগ নেই ভারতীয় ক্রিকেট দলের। ঘরের মাটিতে বিশ্বকাপ শেষের তিন দিন বাদেই শুরু হয়েছে অজি সিরিজ। সেটি শেষেই দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে পাড়ি জমাবে দল। অজি সিরিজ শেষের সপ্তাহখানেক বাদেই শুরু প্রোটিয়াদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। সেখানে মূল সারির বেশিরভাগ ক্রিকেটার ফিরলেও সাদা বলের দুই ফরম্যাটে বিশ্রামে থাকছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। 

আসন্ন এই সফরে সূর্যকুমার যাদবকেই রাখা হয়েছে টি-টোয়েন্টি দলের নেতৃত্বে, যিনি চলমান অজি সিরিজেও আছেন নেতৃত্বে। তবে সদ্য শেষ হওয়া বিশ্বকাপে আশানুরূপ পারফর্ম না করায় ওয়ানডে দলে জায়গা মেলেনি সূর্যকুমারের। 

রোহিতের জায়গায় দক্ষিণ আফিকা সফরের ওয়ানডে দলের নেতৃত্বে থাকবেন লোকেশ রাহুল। রোহিত-কোহলি ছাড়াও ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে নেই বিশ্বকাপের সর্বশেষ আসরের সর্বোচ্চ উইকেটশিকারি মোহাম্মদ শামিও। 

চলমান অজি সিরিজ থেকে প্রোটিয়া সিরিজের টি-টোয়েন্টি দলে নেই আবেশ খান, শিবাম দুবে, প্রসিধ কৃষ্ণা ও অক্ষর প্যাটেল। তবে ওয়ানডে দলে আছেন অক্ষর ও আবেশ। ওয়ানডে দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার সঞ্জু স্যামসন। 

প্রোটিয়া সিরিজে ভারতের টি-টোয়েন্টি দল: যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, ঋতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিংকু সিং, শ্রেয়াস আইয়ার, ঈশান কিষান (উইকেটকিপার), জিতেশ শর্মা (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা (সহ–অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণয়, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, দীপক চাহার।

প্রোটিয়া সিরিজে ভারতের ওয়ানডে দল: ঋতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, তিলক বর্মা, রজত পাতিদার, রিংকু সিং, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আবেশ খান, আর্শদীপ সিং, দীপক চাহার। 

;

দিনের দ্বিতীয় ওভারেই ফিরলেন শান্ত



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সিলেট টেস্টে তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারের উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। সেখানে ‘ক্যাপ্টেন্স নক’ খেলে দলকে ভালো অবস্থানে নিয়ে যান নাজমূল হোসেন শান্ত। গড়েন রেকর্ডও। ক্যাপ্টেন্সির অভিষেক ম্যাচে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তুলে নেন শতক। 

তবে চতুর্থ দিনের শুরুটা সুখকর হলো না এই বাঁহাতি ব্যাটারের। দিনের অষ্টম বলে কিউই অধিনায়কের বলে ফিরলেন বাংলাদেশ অধিনায়ক। সাজঘরের ফেরার আগে ১৯৮ বলে ১০ চারের মারে ১০৫ রান করেন শান্ত।

৩ উইকেটে ২১২ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। তবে সেখানে কেবল দুই রান যোগেই উইকেট হারাল তারা। দিনের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে উইকেটে পিছনে ক্যাচ দেন শান্ত। 

শেষ খবর পাওয়া পর্যন্ত ৭৩ ওভার শেষ ৪ উইকেট হারিয়ে ২৩৭ রান তুলেছে বাংলাদেশ। ফিফটি তুলে নিয়ে ৫৫ রানে ব্যাট করছেন মুশফিকুর রহিম। 

 

;

চালকের অবস্থানে থেকেই চতুর্থ দিনে নামবে শান্তরা 



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

 

দ্বিতীয় সেশনের শুরুর চার ওভার বাদে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রায় সময়ই ছিল বাংলাদেশের দখলে। দিনের শুরুতেই পিচে থিতু হওয়ার আভাস দিচ্ছিলেন কিউই টেইল এন্ডাররা। সেখানে আরও একবার বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সি দেখান নাজমুল হোসেন শান্ত। ফের বল থামান ‘গোল্ডেন আর্ম বয়’ মমিনুলের হাতে। সেখানে আরও একবার বাজিমাত দেখিয়ে কিউইদের নামমাত্র লিড দিয়ে থামায় স্বাগতিকরা।

প্রথম সেশনে ব্যাট করতে নেমে একদম ধীর গতিতে, আসল টেস্ট মেজাজে এগোতে থাকেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। তবে বিপত্তি নামের দ্বিতীয় সেশনের শুরুতেই। আরও একবার অফ-স্পিন জুজুতে সাজঘরে ফেরেন জাকির। পরের ওভারেই দুর্ভাগার শিকার, নন-স্ট্রাইক প্রান্তে রান আউটে কাটা পড়ে ফেরেন জয়ও। 

২৬ রানেই দুই ওপেনারের উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় স্বাগতিকরা। বোলিং-ক্যাপ্টেন্সির সেই সাবেক-বর্তমান অধিনায়ক যুগল, মমিনুল-শান্ত নিজেদের দায়িত্বশীলতার পরিচয় দেন ব্যাটিংয়েও। চাপ সামলে দলকে নিয়ে যেতে থাকেন শক্ত অবস্থানে। ভুল বোঝাবুঝিতে রান আউটে মমিনুল ফেরার আগে তাদের জুটি দাড়ায় ৯০ রানে। 

তবে এদিন থামেননি শান্ত, লাল বলে ক্যাপ্টেন্সির অভিষেক, রাঙাতে চলেছেন দারুণ কিছু দিয়ে। ক্যাপ্টেন্সির অভিষেক ম্যাচে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তুলে নেন শতক, সামনে এবার বড় সংগ্রহ গড়ে জয়ের দিকে হাতছানি। 

মমিনুল ফেরার পর শান্তকে যোগ্য সঙ্গ দিয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ৪৩ রানে অপরাজিত আছেন তিনি। অন্যদিকে, চতুর্থ দিনে শান্ত ব্যাট করবেন ব্যক্তিগত ১০৪ রান থেকে। আগের দিন ৬৮ ওভারে ৩ উইকেটে ২১২ রান নিয়ে দিন শেষ করে শান্তর দল। কিউইদের থেকে এগিয়ে আছে ২০৫ রানে। 

;