৯৬ বিশ্বকাপ থেকেও বেশি প্রতিভাবান বর্তমান দল: রানাতুঙ্গা
অজুর্না রানাতুঙ্গার নেতৃত্বে ১৯৯৬ বিশ্বকাপ উঁচিয়ে ধরেছিল শ্রীলঙ্কা। ওখানেই শেষ। এরপর দুইবার শিরোপা নির্ধারণী মঞ্চে পা রাখলেও কখনোই শিরোপাই হাত রাখা হয়নি লঙ্কানদের। ফের আরও একটি বিশ্বকাপ দ্বারপ্রান্তে। এবার কী দীর্ঘদিনের শিরোপা খরা কাটাতে পারবে লঙ্কানরা। রানাতুঙ্গা কেমন দেখছেন তার উত্তরসূরিদের। সে সব নিয়েই কথা বলেছেন ৯৬ বিশ্বকাপ জয়ী লঙ্কানদের কিংবদন্তি এই অধিনায়ক।
বর্তমান দলটিকে নিয়ে রানাতুঙ্গা বলেন, ‘অরবিন্দ ডি সিলভাকে বাদ দিলে, আমাদের বর্তমান ক্রিকেট দলটি ১৯৯৬ বিশ্বকাপ স্কোয়াডের চেয়েও বেশি প্রতিভাবান। তবে সমস্যা হলো বর্তমান প্রশাসন তরুণ এবং প্রতিভাবান ক্রিকেটারদের বিভ্রান্ত করছে।’
সবশেষ এশিয়া কাপ নিয়ে রানাতুঙ্গা বলেন, ‘এশিয়া কাপ নিয়ে আমার বেশ কয়েকটি প্রশ্ন আছে। শ্রীলঙ্কায় অনেক ভারতীয় সফর হয়েছে। কিছু খেলা বৃষ্টিতে ভেস্তে গেছে এবং কিছু খেলা হয়েছে গ্রাউন্ড স্টাফদের নিবেদিত পরিচর্যার কারণে। কিন্তু আমি কখনো কাউকে নগদ পুরস্কার দিতে দেখিনি। আমি খুব খুশি হতাম যদি কাউকে নগদ টাকা দেওয়া হতো, এবং তা চুরি না হতো। ম্যাচের নায়ক টুর্নামেন্ট শেষে তার নিজের পুরস্কারের টাকাও কর্মীদের দিয়েছেন। গ্রাউন্ডসম্যানরা এত বছর ধরে তাদের পরিষেবা দিচ্ছেন, কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট প্রশাসন এই প্রকৃতির অর্থ প্রদান করেনি। এই ঘটনাগুলি মিডিয়াকে অবশ্যই তদন্ত করতে হবে।’
নানা কারণেই দেশটিতে আলোচনায় থাকে ক্রিকেটাররা। ব্যর্থতায় করা হয় কঠোর সমালোচনা। তাই সমর্থকদেরকে পরামর্শ দিয়ে রানাতুঙ্গা বলেন, ‘খেলোয়াড়দের সবসময় দোষ দেওয়া হয়। অধিনায়ককে দোষারোপ করা হয়, টসকে দোষারোপ করা হয়। কিন্তু কেউই পিচের কথা বলে না, যারা উইকেট তৈরি করেছিল তাদের কেউ দোষ দেয়নি।’
তিনি আরও বলেন, ‘টুর্নামেন্টের মাঝামাঝি সময়ে যখন নিয়ম পরিবর্তন করা হয়েছিল, তখন একজন খেলোয়াড় কেন এই বিষয়ে কথা বলতে পারেনি? কারণ ভারত একটি শক্তিশালী দেশ। কিন্তু আমরা আমাদের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না, কারণ ভারত শক্তিশালী।’