সোধির ঘূর্ণিতে কাটা পড়লেন তামিম-হৃদয়ও

  • বার্তা২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকারকে এক ওভারেই ধরাশায়ী করেছিলেন ইশ সোধি। এরপর তাওহিদ হৃদয় এবং তামিম ইকবালকেও নিজের ঘূর্ণিজালে বন্দি করে সাজঘরে ফিরিয়েছেন এই কিউই লেগ স্পিনার।

সোধির গুগলি বুঝতে পারেননি হৃদয়। এলোপাতাড়ি ব্যাট চালিয়ে বল টেনে এনেছিলেন স্টাম্পে। তাতে ৭ বল খেলে ৪ রান যোগ করেই থামতে হয় তাকে।

বিজ্ঞাপন

লম্বা সময় পর একাদশে ফিরে শুরুতে নড়বড়ে হলেও ক্রমেই আত্মবিশ্বাসী হয়ে উঠছিলেন তামিম ইকবাল। ফিফটি যখন হাতের নাগালে প্রায়, তখন সোধির বলে উইকেটের পেছনে ক্যাচ দিলেন। আম্পায়ার আঙুল উঁচিয়ে সিদ্ধান্ত দেয়ার আগেই সাজঘরের দিকে হাঁটা ধরেন তামিম। একাদশে প্রত্যাবর্তনের ম্যাচে তার ব্যাট থেকে এলো ৪৪ রান।

চার উইকেট নিয়ে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দিয়েছেন সোধি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেটে ১০২ রান তুলেছে বাংলাদেশ। ২৩* রানে ব্যাট করছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ, তাকে সঙ্গ দিচ্ছেন শেখ মেহেদী হাসান (২*)।