৮৬ রানে হার বাংলাদেশের, সোধির ৬ উইকেট



বার্তা২৪ স্পোর্টস
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইশ সোধি। নিঃসন্দেহে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডের সবচেয়ে আলোচিত নাম। ব্যাট হাতে ৩৫টি মূল্যবান রান করেছেন। হাসান মাহমুদের তাকে মানকাডিং করা এবং লিটন দাসের 'স্পিরিট অব ক্রিকেট'-এর দৃষ্টান্ত হয়ে ওঠার মাধ্যমে তাকে ক্রিজে ফিরিয়ে আনা ছিল নিউজিল্যান্ড ইনিংসের বড় হাইলাইট।

সোধি সেখানে থামেননি। বল হাতেও আলোচনার কেন্দ্রে এনেছেন নিজেকে। ক্যারিয়ারসেরা বোলিংয়ে অনেকটা যেন একা হাতেই গুঁড়িয়ে দিয়েছেন বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। তাতে মিরপুরের হোম অব ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮৬ রানের বড় হার জুটেছে বাংলাদেশের ভাগ্যে। প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আগামী মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) তৃতীয় ও শেষ ওয়ানডে এখন বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর লড়াই।

শনিবার (২৩ সেপ্টেম্বর) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক লকি ফার্গুসন। ৩৬ রানের মাঝেই ৩ উইকেট খুইয়ে কিছুটা বিপদেই পড়েছিল নিউজিল্যান্ড। তবে চতুর্থ উইকেটে দায়িত্বশীল ব্যাটিং করে শুরুর ধাক্কা সামাল দেন হেনরি নিকোলস (৪৯) এবং টম ব্লানডেল (৬৮)। এরপরও ঠিক বিপদমুক্ত হয়নি সফরকারীরা। ১৮৭ রানে যখন একাদশের শেষ স্বীকৃত ব্যাটার কোল ম্যাককঞ্চি ফিরে যান, তখনও লড়াইয়ের পুঁজি জোগাড় হয়নি নিউজিল্যান্ড।

তবে শেষ দিকে লেজের সারির ব্যাটারদের দৃঢ়তায় সে ২৫৪ রানের লড়াকু পুঁজি পায় নিউজিল্যান্ড। ব্যাট হাতে টেল-এন্ডারদের সে প্রতিরোধের নেতৃত্ব দেন ইশ সোধি। ৩৫ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেন তিনি।

অথচ ব্যক্তিগত ১৭ রানেই শেষ হতে পারত সোধির ইনিংস, যদি বাংলাদেশ অধিনায়ক লিটন দাস 'স্পিরিট অব ক্রিকেট'-এর প্রতিমূর্তি না হয়ে উঠতেন!

ব্যাট হাতে আলো ছড়ানো তার মূল কাজ বোলিংয়েই বা পিছিয়ে থাকবেন কেন! আন্তর্জাতিক ক্রিকেটে তার পথচলা যে দেশের বিপক্ষে শুরু হয়েছিল, দশ বছর পর সে দেশেই ওয়ানডের ক্যারিয়ারসেরা বোলিং করলেন সোধি। ১০ ওভার বোলিং করে ৩৯ রানে ঝুলিতে পুরলেন ৬ উইকেট।

সোধির বোলিং উৎকর্ষের দিনে আরও একবার হাড়গোড় বেরিয়ে পড়েছে বাংলাদেশের ব্যাটিংয়ের। দীর্ঘ সময় পর দলে ফেরা দুই সিনিয়র তামিম ইকবাল (৪৪) এবং মাহমুদউল্লাহ (৪৯) বাদে ২০-এর কোটা ছুঁতে পেরেছেন শুধু লেজের সারির নাসুম আহমেদ (২১)। আড়াই বছর পর দলে ফেরা সৌম্য সরকার ফিরেছেন রানের খাতা খোলার আগেই।

ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৪১.১ ওভারে ১৬৮ রানে অলআউট হয় বাংলাদেশ। সিরিজ বাঁচাতে এখন শেষ ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে।

   

কিউইরাও শুনবে, তাই বেশি কিছু বলবেন না হাথুরুসিংহে



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

 

নিজেদের মাঠে কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জিতেছে বাংলাদেশ। সিলেটে সিরিজের সেই প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারিয়েছে স্বাগতিকরা। এতে স্বাভাবিক অর্থেই বেশ ফুরফুরে মেজাজে আছেন দলের ক্রিকেটাররা। তাদের সঙ্গে দলের কোচরাও যে স্বাচ্ছন্দ্যেই আছেন তা বোঝা গেল আজকের (মঙ্গলবার) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে। 

সিরিজের দ্বিতীয় ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আগামীকাল (বুধবার) শুরু হবে সেই ম্যাচটি। সেখানে কিউইদের থামিয়ে শান্তদের সামনে আরও একটি ইতিহাস গড়ার হাতছানি, কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজ জেতার। সেটিকে সামনে রেখেই ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নিজেদের পরিকল্পনার কথা জানান বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। 

এদিন বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন হাথুরুসিংহে। অনেকটা রসিকতা দিয়েই শুরু করেছেন কথা। তাদের পরিকল্পনা শুনতে মুখিয়ে আছে কিউইরাও, তাই এখানে বেশি কিছু বলবেন বলে জানান শ্রীলঙ্কার সাবেক এই ক্রিকেটার। 

সিলেটে স্পিনাররা ছিলেন দারুণ ছন্দে। দুই ইনিংস মিলিয়ে ১৮ উইকেটই নিয়েছেন স্পিনাররা। এবারও কি তেমন প্ল্যান এই থাকছে নাকি ভিন্ন কিছু ভাবছে দল, এমন প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, ‘আসলে, এটা নির্ভর করছে পিচ এবং কন্ডিশনের ওপর। আপনি যেমনটা বললেন, সিলেটের আমরা বেশ ভালো ক্রিকেট খেলেছি। পাঁচ দিনই আমরা বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছি।’

বিশ্বের সবচেয়ে ব্যস্ততম উইকেটের মধ্যে একটি মিরপুর। সেখানে শুরুতেই পিচের অবস্থা বলা কঠিন। হাথুরুসিংহে আরও বলেন, ‘ আপনারাও জানেন, কয়েকটি সেশন না গেলে মিরপুরের পিচ নিয়ে বলা কঠিন। এই উইকেটে অনেক ম্যাচ হয়েছে। আমার মনে হয় না বিশ্বের অন্য কোনো মাঠে এত ম্যাচ হয়েছে। তাই আপনি আগেই প্রেডিক্ট করতে পারবেন না। আমরা এই মুহূর্তে খুব বেশি পরিবর্তন করতে চাচ্ছি না।’

;

যুক্তরাষ্ট্রের ১৪ শহরে ২০২৪ কোপা আমেরিকা 



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

লাতিন আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় আসর কোপা আমেরিকার ৪৮তম আসর গড়াবে যুক্তরাষ্ট্রে। দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টটির আয়োজক হতে যাচ্ছে দেশটি। এর আগে ২০১৬ সালের আসরে প্রথমবারের মতো কোপার আয়োজক দেশ হয়েছিল যুক্তরাষ্ট্র। সেবার আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের দ্বিতীয় শিরোপা জিতেছিল চিলি।

আয়োজক দেশ সাধারণত বেশ আগেই ঠিক হয়ে থাকে। তবে আসর শুরুর ছয় মাস আগে জানা গেল কোন শহরগুলোতে গড়াবে ম্যাচগুলো। যুক্তরাষ্ট্রের ১৪টি শহরে অনুষ্ঠিত হবে আসন্ন এই আসর। যেখানে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে। 

সোমবার এই বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)

আগামী বছরের ২০ জুন থেকে শুরু হয়ে ১৪ জুলাই পর্যন্ত চলবে আসরটি। সেখানে ১৬ দেশের অংশগ্রহণে মোট ম্যাচ হবে ৩২টি। প্রথম সেমি-ফাইনাল ম্যাচটি হবে নিউ জার্সির পূর্ব রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে এবং পরেরটি নর্থ ক্যারোলিনার শার্লটের ব্যাঙ্ক অব আমেরিকা স্টেডিয়ামে। শেষ আটের ম্যাচগুলো হবে আর্লিংটন, হিউস্টন, লাস ভেগাস ও গ্লেনডেলে।

এছাড়াও আসরের বাকি আয়োজক শহরগুলো লাস ভেগাস, অরল্যান্ডো, সান্তা ক্লারা, ইঙ্গেলউড, কানসাস সিটি, মিসৌরি অ্যান্ড কানসাস সিটি ও কানসাস। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ২০২৪ আসরের ড্র। 

কোপার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সর্বশেষ ২০২১ আসরের ব্রাজিলের ঘরের মাঠে তাদের ১-০ গোলে হারিয়ে রেকর্ড ১৫তম শিরোপা জিতেছিলেন মেসি-দি মারিয়ারা। 

;

প্রিমিয়ার লিগে আর্সেনালের ম্যাচ ছাড়াও টিভিতে যা থাকছে আজ



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আজ থেকে (মঙ্গলবার) শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ। এছাড়াও ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের ম্যাচ ছাড়াও টিভিতে যা যা থাকছে।

 

বাংলাদেশ ক্রিকেট লিগ

দক্ষিণাঞ্চল–পূর্বাঞ্চল

সকাল ৯টা, ইউটিউব/বিসিবি

মধ্যাঞ্চল–উত্তরাঞ্চল

সকাল ৯টা, ইউটিউব/বিসিবি

 

স্বাধীনতা কাপ (কোয়ার্টার ফাইনাল)

মোহামেডান–চট্টগ্রাম আবাহনী

দুপুর ১টা ৩০ মিনিট, টি স্পোর্টস

বসুন্ধরা কিংস–সেনাবাহিনী

বিকেল ৪টা, টি স্পোর্টস

 

ইংলিশ প্রিমিয়ার লিগ

উলভারহ্যাম্পটন–বার্নলি

রাত ১টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১

লুটন টাউন–আর্সেনাল

রাত ২টা ১৫ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ২

;

ইতিহাস গড়তে চান জ্যোতিরা



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
সংগৃহীত

সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দক্ষিণ আফ্রিকাকে তাদেরই মাটিতে হারিয়ে বাংলাদেশ নারী ক্রিকেটে নতুন ইতিহাস গড়ল নিগার সুলতানা জ্যোতিরা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রবিবার ১৩ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ৫ উইকেট তুলে নিয়ে নতুন রেকর্ডও গড়েছেন স্পিনার স্বর্ণা আক্তার।

দলের ভালো পারফরম্যান্সে উচ্ছসিত কোচ এবং সমর্থকরা। নিজেদের দুর্দান্ত ফর্ম ধরে রাখার আনন্দ ছুঁয়ে গেছে ক্রিকেটারদেরও। তবে এই জয়েই সীমাবদ্ধ নয়, বরং আসন্ন ম্যাচগুলোতেও জয় তুলে নিয়ে সিরিজ জিতে দেশে ফেরত আসতে চায় বাংলাদেশের নারী ক্রিকেট দল।

প্রথম ম্যাচে নিজেদের পারফরম্যান্স নিয়ে অধিনায়ক জ্যোতি বলেছেন, ‘দল হিসেবে আমরা ভালো খেলেছি এবং ফল পেয়েছি। তবুও আমরা কিছু ভুল করেছি যেগুলো করা উচিত হয়নি। সামনের ম্যাচে আমাদের আরো ভালো ক্রিকেট খেলতে হবে। অনেক দূরের চিন্তা করবো না। আপাতত আমাদের সামনে যে দিনটি আসছে, যে ম্যাচটি আসছে সেটাই গুরুত্বপূর্ণ। সেদিন যে ভুলগুলো করেছি, ব্যাটিং আমরা ৪০টির বেশি ডট বল খেলেছি, সেগুলো কমাতে হবে। বোলারদের আরো শৃঙ্খল হতে হবে। তাহলে ভালো কিছু হবে। নিজেদের কিভাবে আরো ভালোভাবে শো করাতে পারি সেজন্য আমাদের কষ্ট করতে হবে।’

৫ উইকেট তুলে নেওয়া স্বর্ণাকেই জয়ের মূল কারিগর হিসেবে বলেছেন অধিনায়ক জ্যোতি, ‘স্বর্ণা যেভাবে বোলিং করেছে, ওই জায়গায় সে কিন্তু প্রতিনিয়ত এতো বেশি বল করে না। আমার অপশনাল বোলার সে। কিন্তু ব্রিলিয়ান্ট বোলিং সে করেছে।’

বিচক্ষণতার সঙ্গে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করাটা কাজে লেগেছে বলে খুব খুশি বাংলাদেশ দলের অধিনায়ক। তিনি বলেন, ‘আমার জন্য সিদ্ধান্তটা একটু কঠিন ছিল কারণ রাবেয়া আমার মূল বোলার। ওকে রেখে স্বর্ণাকে ওই ওভারে নিয়ে এসেছি। যেটা দেখলাম ও জোরের ওপর বল করে। ধারাবাহিক একটা জায়গায় বল করতে পারে। ওই ফাঁদ পেতে আমরা দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের আটকানোর চেষ্টা করেছি। আমার কাছে মনে হয়েছে আমি যেই গ্যাম্বলিংটা করেছি ওটা কাজে দিয়েছে।’

বেনোনিতে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ২০ ওভারে তারা ২ উইকেট হারিয়ে করে ১৪৯ রান। মুর্শিদার ব্যাট থেকে আসে ৬২ রান। জবাব দিতে নামা দক্ষিণ আফ্রিকাকে ১৩৬ রানে আটকে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে জ্যোতির দল।

দক্ষিণ আফ্রিকার মাঠে দর্শকদের এত সমর্থন পেয়ে বেশ অবাক এবং আনন্দিত হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক। এই বিষয়ে তিনি বলেন, ‘আমি খুবই বিস্মিত হয়েছি এতো দর্শক দেখে! তারা যেভাবে বাংলাদেশ বাংলাদেশ করছিল এবং শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে সমর্থন জুগিয়েছে, আনকন্ডিশনাল সাপোর্ট। তাদের প্রতি কৃতজ্ঞতা। বাংলাদেশের বাইরে এসেও এতো ভালোবাসা ও সাপোর্ট পাওয়ার জন্য আমরা কৃতজ্ঞ।‘

৬ ডিসেম্বর কিম্বারলিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতিরা। সেই ম্যাচটি জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করা এখন তাদের লক্ষ্য।

;