কাল ঢাকায় আসছে কিউইরা

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শেষ। এবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পালা। সেই ফেরায় বাংলাদেশের প্রথম মিশন নিউজিল্যান্ড। ঘরের মাঠে কিউইদের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচ দুটো দিয়েই ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু হবে বাংলাদেশের।

ম্যাচ দুটো সামনে রেখে আগামীকাল ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড দল। এরপর একদিন বিরতি নিয়ে সেখান থেকে প্রথম টেস্টে ম্যাচের ভেন্যু সিলেটে যাবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল। এরপর মাঝে ২৫ নভেম্বর বিশ্রাম দিয়ে চারদিন অনুশীলন করবে দু’দল।

বিজ্ঞাপন

এরপর সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে আগামী ২৮ নভেম্বর। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায়। ম্যাচ শেষে আগামী ৩ ডিসেম্বর ঢাকায় ফেরার কথা দু’দলের। এরপর দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৬ ডিসেম্বর।

নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ সামনে রেখে এরইমধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ দল। যেখানে দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। এছাড়াও দলে সুযোগ হয়েছে দুই তরুণ ক্রিকেটারের।

নিউজিল্যান্ড সিরিজের বাংলাদেশ দল: নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন, হাসান মুরাদ।