মাশরাফি যেতেই ভাগ্য ফিরল সিলেটের
মাশরাফি বিন মোর্ত্তজার নেতৃত্বে টানা পাঁচ ম্যাচ হেরে ধুঁকছিল সিলেট স্ট্রাইকার্স। তবে মাশরাফি রাজনৈতিক ব্যস্ততায় বিরতি নেয়ার পরপরই খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াল দলটি। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের নায়কোচিত ব্যাটিং পারফরম্যান্সে আসরে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে তারা। দুর্দান্ত ঢাকাকে ১৫ রানে হারিয়ে ষষ্ঠ ম্যাচে এসে জয়ের খাতা খুলেছে চায়ের দেশের এই দল।
নেতৃত্ব পেয়েই প্রথম ম্যাচে ব্যাট হাতে দলকে জয়ের ভিত এনে দিয়েছিলেন মিঠুন। টস হেরে আগে ব্যাট করতে নামা সিলেট যখন ১৩ রানে ৩ উইকেট হারিয়ে ধসের শঙ্কায় ছিল। তখন ৪৬ বলে ৪ চার এবং ৩ ছক্কায় ৫৯ রানের ইনিংস খেলে দলকে ১৪২ রানের লড়াকু সংগ্রহ এনে দেন।
জবাব দিতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রানের বেশি তুলতে পারেনি দুর্দান্ত ঢাকা। রিচার্ড এনগারাভার আগুনে বোলিংয়ে এক শ'র কমেই গুটিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল তাদের। ৩০ রানে ৪ উইকেট নিয়ে ঢাকার ব্যাটিংয়ে ধস নামান এই জিম্বাবুইয়ান পেসার।
ঢাকার টপ বা মিডল অর্ডারের ব্যাটাররা একেবারেই দায়িত্ব নিয়ে খেলতে না পারেননি। তবে শেষদিকে তাসকিন আহমেদের দলীয় সর্বোচ্চ ১১ বলে ২৭ রানের ইনিংসে হারের ব্যবধান কিছুটা কমেছে।
তাতে অবশ্য সান্ত্বনা খোঁজার সুযোগ নেই ঢাকার। সিলেটের কাছে হেরে যে পয়েন্ট টেবিলের তলানিতে নেমে যেতে হয়েছে তাদের। সিলেটের পয়েন্ট ঢাকার সমান ২ হলেও নেট রানরেটে এগিয়ে থাকার সুবাদে সিলেট উঠে গেছে ছয় নম্বরে। সিলেটের নেট রানরেট এখন -১.১৪৬, আর ঢাকার নেট রানরেট -১.৪৪২।