আশরাফের ঝোড়ো ব্যাটিংয়ে খুলনার লড়াকু সংগ্রহ
শুরুটা ভাল না হলেও ইনিংসের শেষ চার ওভারে ফাহিম আশরাফের ব্যাটিং তান্ডবে খুলনা টাইগার্সের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান।
টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই ধাক্কা খায় খুলনা। ব্যক্তিগত ১২ রাতে আকিফ জাভেডের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান অধিনায়ক এনামুল হক বিজয়। আরেক ওপেনার পারভেজ ইমন ভাল খেলতে থাকলেও শোয়েব মালিকের ওভারে ৩৩ রানে ফেরত যান।
তারপরের ব্যাটাররা আসা যাওয়ার মধ্যে থাকলেও এদিন ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন ফাহিম আশরাফ। ১৩ বলে ৩২ রানের ইনিংসে তিনি মেরেছেন একটি ছক্কা ও ৫টি চারের মার।
এছাড়াও ব্যাট হাতে ৪টি ছক্কা মেরে নিজের জাত চিনিয়েছেন পাকিস্তানী অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ। ২৩ বলে ৩৮ রান করে অপরাজিত ছিলেন তিনি। বরিশালকে ১৫৬ রানের লড়াকু লক্ষ্য ছুঁড়ে দেয় খুলনা।
জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই স্ট্যাম্পিংয়ে কাটা পড়েন পাকিস্তানের ব্যাটার আহমেদ শেহজাদ। অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে এখন উইকেটে আছেন টাইগার অলরাউন্ডার সৌম্য সরকার। শেষ খবর পাওয়া পর্যন্ত এক উইকেট হারিয়ে বরিশালের সংগ্রহ দুই ওভারে ১১ রান।