বার্লের লড়াইয়ের পরও সিলেটের বড় হার

  • স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দুর্দান্ত ঢাকার বিপক্ষে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। সে ম্যাচে জয়কে নতুন শুরু হিসেবেই দেখছিলেন দলটির সমর্থকরা। তবে পরের ম্যাচেই সেই পুরনো চিত্র। প্রতিপক্ষ চ্যালেঞ্জিং স্কোর দেখে ভড়কে যাওয়ার পুরনো ভূত আবার ভর করল সিলেটের কাঁধে। সিলেট পর্বের শেষ ম্যাচে রংপুরের বিপক্ষে স্বাগতিকরা হেরে গেল ৭৭ রানে।

বিপিএলে এখন পর্যন্ত ৭ ম্যাচে এটি সিলেটের ষষ্ঠ হার। এই হারে সেমিফাইনালের আশা অনেকটাই ফিকে হয়ে গেছে দলটির।

বিজ্ঞাপন

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৬৩ রান তাড়া করতে নেমে শুরুতেই ছন্দপতন হয় সিলেটের। ৭ রানের মধ্যে ফিরে যান দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত এবং হ্যারি টেক্টর। ৩০ রান পর্যন্ত যেতে নেই ৬ উইকেট।

মিডল অর্ডার ব্যাটার রায়ান বার্লই যা একটু প্রতিরোধ গড়ার চেষ্টা করছিলেন। শেষ পর্যন্ত তার সমান তিনটি করে চার-ছক্কায় খেলা ৩২ বলে খেলা ৪৩ রানের ইনিংসটি প্রতিরোধের চেয়ে বরং হারের ব্যবধান কমাতেই যা কিছুটা ভূমিকা রেখেছে। ১৭তম ওভারে মোহাম্মদ নবীর বলে ক্যাচ তুলে দিয়ে বার্ল ফিরলে সিলেটের হার নিশ্চিত হয়ে যায়। ১৬.৫ ওভারে ৮৫ রানে গুটিয়ে যায় তারা।

এর আগে টসে জিতে বাবর আজমের ৪৭ এবং অধিনায়ক নুরুল হাসান সোহানের ৪৬ রানের ইনিংস দুটিতে চড়ে ২০ ওভারে ৭ উইকেটে ১৬২ রান করে রংপুর।

এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে গেছে আসরের অন্যতম ফেবারিট রংপুর রাইডার্স।