মদকাণ্ডে মুখ খুললেন ম্যাক্সওয়েল

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ক্রিকেটের বাইরে অদ্ভুত সব কাণ্ড ঘটিয়ে প্রায়শই আলোচনায় আসেন ম্যাক্সওয়েল। এই তো গত কদিন আগেও অ্যাডিলেডের একটি বারে ব্রেট লির ব্যান্ড সিক্স অ্যান্ড আউটের শোতে অংশ নিয়ে মদকাণ্ডে জড়িয়ে হাসপাতালে যেতে হয়েছিল তাকে। যার জেরে জায়গা হয়নি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে।

তবে টি-টোয়েন্টিতে ঠিকই জায়গা পেয়ে নজরটা নিজের দিকে টানতে ভুলেননি ম্যাক্সি। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫৫ বলে অপরাজিত ১২০ রানের ইনিংস খেলে রোহিত শর্মার রেকর্ড ছুঁয়েছেন তিনি। এরপর ম্যাচ জয়ের নায়ক সংবাদ সম্মেলনে আসলে মদকাণ্ড নিয়ে প্রশ্নের মুখে পড়েন। যদিও এর জন্য কোনো অনুসূচনা নেই তার।

বিজ্ঞাপন

মদকাণ্ড নিয়ে ম্যাক্সি বলেন, ‘আমার সে সপ্তাহে ছুটি ছিল। তবে এটা সত্যি ওই ঘটনা আদর্শ কিছু নয়, তার ওপর যে সময়ে ঘটেছে। তাই এটার প্রভাব পড়েছে। তবে আমার মনে হয় আমার চেয়েও আমার পরিবারের ওপর বেশি প্রভাব ফেলেছে এ ঘটনা।’

এর আগেও এমন অদ্ভুত সব ঘটনায় চোটে পড়েছেন ম্যাক্সি। বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে পা ভাঙা। গলফ কার্ট থেকে পড়ে মাথায় আঘাত পাওয়া। তবে মাঠে ফিরে পারফরম্যান্সে এসব ঘটনা ঠিকই ভুলিয়ে দিয়েছেন তিনি। আর সে কারণেই কিনা অনুসূচনা নেই ম্যাক্সির, ‘আমি ঘটনাটা দ্রুতই ভুলে গেছি। সোমবারই অনুশীলনে ফিরেছি। ফলে সব ঠিকঠাকই আছে।’