হান্ড্রেডের ড্রাফটে সাকিব-তামিমের সঙ্গী জাকের আলিও

  • স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের ড্রাফটে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান, তামিম  ইকবালসহ বাংলাদেশের ১৫ পুরুষ ও একজন নারী ক্রিকেটার। শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলে আলোচনায় আসা জাকের আলিও এই ড্রাফটে নাম দিয়েছেন।

হান্ড্রেডের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে জানা যায়, ড্রাফটে সাকিব আল হাসানের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭৫ হাজার পাউন্ড। অন্যদিকে ৬০ হাজার পাউন্ড ভিত্তিমূল্যে ড্রাফটে নাম উঠবে তামিম ইকবাল এবং লিটন দাসের।

বিজ্ঞাপন

বর্তমান সময় জাতীয় দলের মূল দুই পেসার তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলামের ভিত্তিমূল্য ৫০ হাজার পাউন্ড।

নাসুম আহমেদ, জাকের আলি, তানজিদ হাসান তামিম, আফিফ হোসেন, শামিম হোসেন, তাওহিদ হৃদয়, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার ও রনি তালুকদারদের নাম ড্রাফটের তালিকায় থাকলেও তাদের কোনো ভিত্তিমূল্য নেই।

এছাড়া নারী হান্ড্রেডের ড্রাফটে নাম লিখিয়েছেন জাতীয় নারী ক্রিকেট দলের তারকা পেসার জাহানারা আলম। তারও অবশ্য কোনো ভিত্তিমূল্য ধরা হয়নি।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জুলাইয়ে মাঠে গড়াবে হান্ড্রেডের পরের আসর। ২৩ জুলাই থেকে ১৮ আগস্ট পর্যন্ত চলবে ১০০ বলের এই ধুন্ধুমার ক্রিকেটযজ্ঞ।