মাহমুদউল্লাহ-জাকেরে মুগ্ধ হাথুরুর দৃষ্টি সিরিজ জয়ে
লঙ্কানদের বিপক্ষে সহজ জয়ের পর গত ম্যাচেই সিরিজ জয়ের উদযাপনটা সারতে পারত বাংলাদেশ। যদি না প্রথম ম্যাচে নাটকীয়ভাবে হারতে হতো জয়ের খুব কাছে গিয়ে। তাই সিরিজ নির্ধারণী ম্যাচের আগে কোচ হাথুরুসিংহের কণ্ঠে আক্ষেপ থাকছেই। তবে সেই আক্ষেপটা আর বাড়তে দিতে চান না হাথুরু। লঙ্কানদের হারিয়ে সিরিজটা নিজেদের করতে চান তিনি। লিখতে চান লঙ্কানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমন কথায় জোড় গলায় বলে গেছেন হাথুরু। করলেন প্রথম ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলা মাহমুদউল্লাহ ও জাকের আলি অনিকের প্রশংসাও।
প্রথম ম্যাচে লঙ্কানদের দেওয়া ২০৭ রানের বিশালে টার্গেটে ব্যাট করতে নেমে ধুঁকতে থাকা বাংলাদেশকে যেভাবে টেনে তুলেছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ তার প্রশংসা করে হাথুরু বলেন, ‘সে দলে অনেক অভিজ্ঞতা যোগ করছে। সে যেভাবে বিপিএলে খেলেছে, আমাদের সবাইকে দেখিয়েছে। এখন সে অনেক স্বাধীনতা নিয়ে খেলছে। আমি তাকে ওয়ানডে বিশ্বকাপেই দেখেছি, সে নিজের খেলা নিয়ে খুবই স্বচ্ছন্দ বোধ করছিল। এখন খুব সুন্দর খেলছে।’
মাহমুদউল্লার প্রস্তুত করা মঞ্চে একাই দলকে অনেকটা পথ টেনে নিয়ে গিয়েছিলেন জাকের। যদিও শেষ পর্যন্ত হার এড়াতে পারেননি অভিষিক্ত জাকের। তবে প্রথম ম্যাচেই তার অমন ইনিংস বেশ মুগ্ধ করেছে হাথুরুকে। যা নিয়ে প্রধান কোচ বলেন, ‘সে কী করতে পারে, তা দেখে খুব ভালো লাগছে। আমি তার খেলা খুব বেশি দেখিনি। শুধু এবারের বিপিএলেই দেখেছি। সে খুবই শান্ত। এই একটা গুণ আপনার দরকার, যখন আপনি পাঁচ-ছয়-সাতে ব্যাটিং করবেন। কারণ, বেশির ভাগ সময় আপনাকে কিছু কাজ করতে হবে অনেক সীমাবদ্ধতার মধ্যে। সে যা করেছে, তা দেখতে পেরে খুবই ভালো লেগেছে। আমাদের অনেক আত্মবিশ্বাসী করে তুলেছে।’
সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে শনিবার বেলা সাড়ে তিনটায় মাঠে নামবে দু’দল। যেখানে লঙ্কানদের দলে ফিরছে দলটির নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে সে সব নিয়ে মাথা ঘামাতে চান না হাথুরু। প্রথমবারের মতো লঙ্কানদের হারিয়ে টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস লিখতে মুখিয়ে আছেন তিনি।
হাথুরু বলেন, ‘আমরা ইতিহাসটা বদলানোর দ্বারপ্রান্তে আছি। ওয়ানিন্দু হাসারাঙ্গা আমাদের জন্য অন্যদের মতোই একজন ক্রিকেটার। তাছাড়া আমরা সিরিজটা জেতার মতো অবস্থানে আছি। আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাচটা জেতা। ম্যাচটা যেহেতু দিনে, আমাদের বেশ কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে। আমরা যদি আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের ভালো সুযোগ থাকবে ম্যাচটা জেতার। তবে এটাও বলব, শ্রীলঙ্কা খুবই ভালো টি-টোয়েন্টি দল। যা-ই হোক, আমরা নিজেদের খেলায় মনোযোগ দেওয়ার চেষ্টা করছি।’