বিপিএল প্লেয়ার ড্রাফটের সম্ভাব্য সময় প্রকাশ করল বিসিবি



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

২০২৫ সালের জানুয়ারিতে বিপিএলের ১১তম আসরের পর্দা ওঠার কথা আছে। সেভাবেই সকল প্রস্তুতি নিচ্ছে ম্যানেজমেন্ট, বোর্ড এবং খেলোয়াড়রাও। তবে তার আগে টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোকে নিয়ে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই প্লেয়ার্স ড্রাফট সারতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (সোমবার) মিরপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট নিয়ে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘বিপিএলের গত আসরে যারা খেলেছে, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। বেশির ভাগ দল (আগামী আসরে) অংশগ্রহণ নিশ্চিত করেছে। দু-একটা দল এখনো সিদ্ধান্ত জানায়নি। তারা জানালে পরের পদক্ষেপ ঠিক করব। আমরা এরই মধ্যে একটা সময় নির্ধারণ করেছি প্লেয়ার্স ড্রাফটের। এরপর ধাপে ধাপে এগিয়ে যাব। প্লেয়ার্স ড্রাফট সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে।’

ডিসেম্বরে পূর্নাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে হবে বাংলাদেশ দলকে। যেই সফল শেষ হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। এরপর ফেব্রুয়ারিতে মাঠে গড়ানোর কথা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। এবার যেই টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান। সেই টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর মধ্যে একটি বাংলাদেশও। তাই বিপিএলের সূচি কোনোভাবে প্রভাব ফেলবে কিনা বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে তা নিয়েও আছে প্রশ্ন।

এক্ষেত্রে বিপিএলের সময়সূচি নিয়ে বিসিবির ভাবনা, ‘এফটিপিতে (ভবিষ্যৎ সফর পরিকল্পনা) আমাদের যে কমিটমেন্ট থাকে বা আইসিসির মেজর ইভেন্টে আমাদের যে কমিটমেন্ট থাকে, তার সঙ্গেই আমরা এডজাস্ট করে নিই। যদি কোনো ক্ষেত্রে ফাইন টিউনিং প্রয়োজন হয়, সেটা আমরা করে নেব।’

আবারও হারল মুস্তাফিজ-হৃদয়ের ডাম্বুলা সিক্সার্স



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছিলেন তাওহিদ হৃদয় ও মুস্তাফিজুর রহমান। এলপিএলে হেরেছিল তাদের দল ডাম্বুলা সিক্সার্সও। দ্বিতীয় ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল দলটি। কুসাল পেরেরার অপরাজিত ৫২ ১০২ রানের ইনিংসে জাফনা কিংসকে টার্গেট দিয়েছিল ১৯২ রানের। যদিও সেই টার্গেট শেষ পর্যন্ত কিংস টপকে গেছে ৪ উইকেট হাতে রেখে। এদিন ব্যাট করার সুযোগ হয়নি হৃদয়ের। বোলিংয়ে ৩০ রান খরচায় ২ উইকেট পেলেও দলকে জেতাতে পারেননি ফিজ।

প্রথম ম্যাচে রান পাননি পেরেরা। এদিন যেন সেটাই শোধে আসরে মিটিয়ে দিয়েছিলেন তিনি। ব্যাট হাতে শুরুতে নেমে ইনিংসের শেষ পর্যন্ত উইকেটে ছিলেন। ৫২ বলে ৫ ছক্কা ও ১০ চারে করেন ১০২ রান। তার দিনে ফার্নান্দো করে ৩৫ বলে ৪০ ও চাপম্যান ২৩ বলে ৩৩ রান। ডাম্বুলার ইনিংস থামে ২ উইকেটে ১৯১ রানে। ব্যাট করার সুযোগ হয়নি হৃদয়ের।

আগের ম্যাচে বল হাতে দলকে ডুবিয়েছিলেন ফিজ। ৪৪ রান খরচায় তুলেছিলেন ১ উইকেট। এদিন অবশ্য বোলিংটা নেহায়েত মন্দ করেননি তিনি। ২ উইকেট তুলেছেন মাত্র ৩০ রান খরচায়। শুরুতে ৩৬ রানের মধ্যে ৩ ব্যাটারকের ফিরিয়ে চেপেও ধরেছিলেন। তবে পরবর্তীতে সেই চাপ ধরে রাখা যায়নি। ব্যাট হাতে আভিষ্কা ফার্নান্দো ৩৪ বলে ৮০ রানের ইনিংস খেলে জয়টা কেড়ে নেয় ডাম্বুলার কাছ থেকে।

তাকে দারুণ সঙ্গ দিয়েছেন আরেক ব্যাটার চারিথ আসালাঙ্কা। ৩৬ বলে ৫০ রান করেন এই ব্যাটার। তবে শেষ দিকে লড়াই জমিয়ে তুলেছিল ডাম্বুলা। ম্যাচ সুপার ওভারে গড়ানোর মতো পরিস্থিতিও তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেসব কিছুই হয়নি। ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে জাফনাকে ম্যাচ জিতিয়েছেন ফাবিন অ্যালেন।

এদিন ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও ফিল্ডিংয়ে দারুণ এক থ্রুতে ধনঞ্জয়া ডি সিলভাকে সাজঘরে ফিরিয়েছেন তাওহিদ হৃদয়।

;

মেসি-ডি মারিয়াকে ছাড়াই আর্জেন্টিনার অলিম্পিক স্কোয়াড ঘোষণা



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চলতি কোপা আমেরিকা আসরের পর্দা নামলেই মাঠে গড়াবে অলিম্পিক ফুটবল। যেখানে আর্জেন্টিনার হয়ে এবার মাঠে নামবেন বলে গুঞ্জন ছিল লিওনেল মেসি ও ডি মারিয়ার। তবে শেষ পর্যন্ত তাদের রাখা হয়নি অলিম্পিকের দলে। তবে এই দুই অভিজ্ঞ তারকা না থাকলেও আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী চার ফুটবলার আছেন অলিম্পিকের স্কোয়াডে।

অলিম্পিকের নিয়মানুযায়ী, ২৩ বছরে বেশি সর্বোচ্চ ৩ জন ফুটবলার মাঠে নামার সুযোগ পেয়ে থাকেন। সেই সুযোগ নিয়েই ৪ বিশ্বকাপজয়ী ফুটবলারকে দলে রেখেছে ২০০৪ ও ২০০৮ অলিম্পিকজয়ী দলের সদস্য ও বর্তমান কোচ হাভিয়ের মাচেরানো। যার মধ্যে ৩ জনের বয়স ২৩+। থিয়াগো আলমাদা আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী দলের সদস্য হলেও তার বয়স ২৩ হওয়ায় তিনি বয়সের সীমারেখা অনুযায়ীই খেলছেন।

এর বাইরে ২৩+ দের মধ্যে আর্জেন্টিনার বাকি তিন বিশ্বকাপজয়ী সদস্য হলেন গোলরক্ষক জেরোনিমো রুল্লি, ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি ও ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ। এছাড়াও ১৮ সদস্যের দলে জায়গা হয়েছে অনূর্ধ্ব-১৯ দলের আলোচিত ফুটবলার ক্লাদিও এচেভেরির। জায়গা পেয়েছেন কোচ ডিয়েগো সিমিওনের ছেলে জিউলিয়ানো সিমিওনে।

আগামী ২৪ জুলাই মরক্কোর বিপক্ষে অলিম্পিক অভিযান শুরু করবে আর্জেন্টিনা। বি-গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ ইরাক ও ইউক্রেন। তবে মূল লড়াইয়ে নামার আগে ফ্রান্সে দুটি প্রীতি ম্যাচ খেলে নিজেদের প্রস্তুত করবে আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনার অলিম্পিক দল

গোলরক্ষক: লিয়েন্দ্রো ব্রে, জেরোনিমো রুল্লি।
ডিফেন্ডার: মার্কো ডি সিজার, জুলিও সোলার, জোয়াকিন গার্সিয়া, গঞ্জালো লুজান, নিকোলাস ওটামেন্ডি, ব্রুনো অ্যামিওনে।
মিডফিল্ডার: ইজেকুয়েল ফের্নান্দেস, সান্তিয়াগো হেজে, ক্রিশ্চিয়ান মেডিনা, কেভিন জেনন।
ফরোয়ার্ড: জিউলিয়ানো সিমিওনে, লুসিয়ানো গন্ডু, থিয়াগো আলমাদা, ক্লাউদিও এচেভেরি, জুলিয়ান আলভারেজ, লুকাস বেলট্রান।

;

দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন রোহিত-কোহলিরা



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঘূর্ণিঝড় বেরিলের কারণে বিশ্বকাপ জেতার পরও এই কয়েকদিন বার্বাডোজে আটকা ছিল পুরো ভারত দল। আজ এই ঝড়ের প্রভাব কিছুটা কমে আসায় অবশেষে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে ভারত দল, সঙ্গে তাদের পরিবারও। ব্রিজটাউনের গ্যান্টলি অ্যাডাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে চার্টার্ড ফ্লাইট যোগে দেশের ফিরছেন রোহিত-কোহলিরা। 

এয়ার ইন্ডিয়া চ্যাম্পিয়নস ২০২৪ বিশ্বকাপ নামক বিশেষ বিমানটি স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটে রওনা দিয়েছে সরাসরি ভারতের উদ্দেশ্যে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৬টা ৫০ মিনিটে পৌঁছানোর কথা রয়েছে দিল্লির এয়ারপোর্টে। 

ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআইয়ের তত্ত্বাবধায়নে বার্বাডোজে আসে এই চার্টার্ড বিমানটি। সেই ফ্লাইটে চড়ে দলের ক্রিকেটার, কোচিং স্টাফ, ক্রিকেটারদের পরিবার, বোর্ড অফিশিয়ালসসহ আছেন গণমাধ্যমকর্মীরাও। 

এর আগে কেনসিংটন ওভালে ২৯ জুন প্রোটিয়াদের ৭ রানে হারিয়ে শিরোপা জেতে ভারত। পরে ১ জুলাই তাদের নিউইয়র্ক-দুবাই হয়ে ফেরার কথা ছিল নিজ দেশে। তবে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে রোহিতরা সেখানেই পড়ে আটকা। এমনকি বন্ধ হয়ে যায় বার্বাডোজের বিমানবন্দরটিও। তবে অবস্থা স্বাভাবিক হওয়ায় বিশেষ বিমানযোগে কোহলিরা ফিরছেন নিজ দেশে। 

বোয়িং-৭৭৭ সিরিজের এই বিমানটি গতকাল যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে রওনা দিয়ে বার্বাডোজে পৌঁছায় রাত ২টায়। তবে বিমান সেখানে মঙ্গলবার বিকেলের মধ্যে পৌঁছে সন্ধ্যা ৬টাতেই রওনা দেওয়ার কথা ছিল ভারতের উদ্দেশ্যে। তবে ফ্লাইট বিলম্ব হওয়ায় নির্ধারিত সময়ের প্রায় ১১ ঘণ্টা পর ভারতের উদ্দেশ্যের রওনা দেয় চার্টার ফ্লাইটটি। 

;

বিশ্বকাপ জিতে সিংহাসনে হার্দিক



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সময়টা বেশ কাটছে বিশ্বচ্যাম্পিয়ন হার্দিক পান্ডিয়ার। ভারতকে সদ্য বিশ্বকাপ জেতাতে অন্যতম ভূমিকা পালন করেছেন তিনি। ফাইনাল ম্যাচে শেষ ওভারে বল হাতে, দলের সবচেয়ে প্রয়োজনীয় মুহূর্তে মারকুটে হেনরিখ ক্লাসেন ও ডেভিড মিলারের উইকেট তুলে ভারতের জয়ের পথ সহজ করেছেন হার্দিকই। মাত্র ২০ রান খরচ করে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে দলকে জিতিয়েছিলেন বিশ্বকাপ!

এমন পারফরম্যান্সের পর হার্দিক এখন সবার ধরাছোঁয়ার বাইরে। বিশ্বকাপ জিতে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের সিংহাসনে বসেছেন ভারতের এই পেস বোলিং অলরাউন্ডার। সবশেষ আইসিসি র‌্যাঙ্কিং হালনাগাদে দেখা গেছে এই চিত্র।

অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে শীর্ষস্থান দখল করেছেন হার্দিক। অজি পেস বোলিং অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ও লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকে টপকে এই জায়গা দখল করেছেন তিনি। হাসারাঙ্গার অবস্থান তালিকার ২ নম্বরে। অবশ্য হার্দিকের সমপরিমাণ ২২২ পয়েন্ট তারও।

খারাপ সময়ের মধ্যেও টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান অবশ্য সুখবর পেয়েছেন। গত সপ্তাহে ৬ নম্বরে নেমে যাওয়া সাকিব এ দফায় ১ ধাপ এগিয়েছেন। ২০৬ পয়েন্ট নিয়ে তার অবস্থান ৫ নম্বরে।

র‌্যাঙ্কিংয়ে বড় ধাক্কাটা খেয়েছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি। এক ধাক্কায় ৪ ধাপ পিছিয়ে তার বর্তমান অবস্থান তালিকার ৬ নম্বরে। ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে আহামরি কোনো পরিবর্তন নেই। বোলিংয়ে আদিল রশিদ শীর্ষস্থান ধরে রেখেছেন।

তবে এক লাফে ৭ ধাপ এগিয়ে তালিকার ২ নম্বরে চলে এসেছেন এনরিচ নরকিয়া। রশিদ খান ২ ধাপ পিছিয়ে অবস্থান করছেন ৪ নম্বরে। বাংলাদেশি পেসারদের মধ্যে ১ ধাপ পিছিয়ে মুস্তাফিজের অবস্থান ১৯ নম্বরে।

;