মেসির ভাবনায় শুধুই ফাইনাল
কোপা আমেরিকা মানেই যেন ফাইনালে আর্জেন্টিনা। গত কয়েক আসরে এটাকে রীতিমত অভ্যাস বানিয়ে ফেলেছেন লিওনেল মেসিরা। এ নিয়ে টানা চারটি ফাইনালের মঞ্চে খেলতে নামছে আলবিসেলেস্তেরা। শুরুটা হয়েছিল ২০২১ কোপা আমেরিকা ফাইনাল দিয়ে, এরপর ২০২২ ফিনালিসিমা, ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনাল এবং এবারের কোপা ফাইনাল। বৈশ্বিক ও মহাদেশীয় টানা চার টুর্নামেন্টের ফাইনালে জয় তুলে নেওয়ার হাতছানি এবার আর্জেন্টিনার সামনে।
আগের তিনটি ফাইনালেই শিরোপা ঘরে তুলে নিয়েছে মেসির দল। এবারও তাদের নজর শিরোপার দিকেই। দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির ভাবনাটিও একই। কলম্বিয়ার বিপক্ষে ফাইনাল আগে বাড়তি কোনো চাপ না নিয়ে ম্যাচটা কেমন হবে সেটি নিয়েই ভাবছেন ইন্টার মায়ামির এই তারকা ফরোয়ার্ড।
সেই ম্যাচকে সামনে রেখে টিম হোটেলে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘ফাইনাল ম্যাচটা সব সময়ই একটু ভিন্ন হয়। তবে পুরো টুর্নামেন্টের মতোন ফাইনালের আগেও আমরা ভালো বোধ করছি। আপাতত ম্যাচটা কেমন হবে সেটা নিয়েই আমরা ভাবছি।’
দল দুটির সবশেষ দেখায় ২০২২ সালের ফেব্রুয়ারিতে বিশ্বকাপ বাছাইয়ে লাওতারো মার্তিনেজের একমাত্র গোলে কলম্বিয়াকে হারিয়েছিলেন আর্জেন্টিনা। এরপর থেকেই টানা ২৮ ম্যাচের একটিতেও হারেনি কলম্বিয়া। আড়াই বছর আগের সেই ম্যাচে যদিও মেসি ছিলেন না তবে ফাইনালে নেস্তর লরেঞ্জো দলকে শক্তিশালী চ্যালেঞ্জ হিসেবেই মানছেন তিনি। ‘এই দলটা (কলম্বিয়া) ভালো। দারুণ কিছু খেলোয়াড় আছে। আক্রমণেও দ্রুতগামী ও বৈচিত্র্যময় কিছু খেলোয়াড় আছে।’
মেসিরা এখন টানা তিনটি বড় টুর্নামেন্টের শিরোপার সামনে দাঁড়িয়ে। তবে ক্যারিয়ারে প্রায় সব জেতা মেসি সামনের এই ফাইনাল নিয়ে খুব একটা বিচলিত নয়। স্রেফ মুহূর্তগুলো উপভোগের চেষ্টায় আছেন তিনি। ‘মুহূর্তটির জন্য (কোপা শিরোপা জয়) অপেক্ষায় আছি। এখন সবকিছু অনেক বেশি উপভোগ করার চেষ্টা করি। কোনো তাড়াহুড়ো নেই।’
এই কোপা দিয়েই ২০২১ আসরে ২৮ বছরের শিরোপা খরা কাটিয়েছিল আর্জেন্টিনা। আসর ঘুরে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে আলবিসেলেস্তেরা। তবে শিরোপা ধরে রাখার মিশনের শেষ ধাপটি মোটেও সহজ হবে না মেসি-ডি মারিয়াদের জন্য। কেননা ফাইনালে তাদের প্রতিপক্ষ আসরের দারুণ ছন্দে থাকা ও টানা ২৮ ম্যাচ ধরে অপরাজিত থাকা কলম্বিয়া। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায়।