লিভারপুলের সঙ্গেই থাকছেন ক্লপ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কোনো কোচ এভাবে সবাইকে আবেগাপ্লুত করে বিদায় নিতে পারেন, সেটা ইয়ুর্গেন ক্লপের লিভারপুল ছাড়ার মুহূর্তটা না দেখলে হয়তো বুঝাই যেতো না। ইউরোপের ফুটবলে কোচদের যেখানে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই বিতাড়িত হওয়ার রেশিও বেশি, সেখানে ক্লপকে বিদায় দিতে চাননি অলরেডরা।

প্রায় সকলেই চেয়েছিলেন ক্লপ চালিয়ে যাবেন আরও কয়টা বছর। কিন্তু এক কথার মানুষ ক্লপ, ২০২৩-২৪ সিজনেই চুক্তি শেষ হওয়ার সাথে সাথে জানিয়েছেন বিদায়। নিয়োগ দেওয়া হয়েছে আর্নে স্লটকে।  এদিকে ক্লপও জানিয়েছেন তিনিও কোথাও আপাতত আর কোচিং করাচ্ছেন না। বলেছিলেন তার বিশ্রাম প্রয়োজন তার। নিচ্ছেনও সেটা। জানিয়েছেন এখনও লিভারপুল ছাড়া আর কোনো দলকে নিয়ে ভাবছেন না।

বিজ্ঞাপন

ক্লপ যে লিভারপুল ছাড়া আর কারও সাথে যুক্ত হচ্ছেন না আপাতত সেটার সত্যতা মিললো আরেকবার। আরও একবার লিভারপুলের সাথে পার্টনারশিপে ইয়ুর্গেন। এবার অবশ্য কাজটা ডাগআউটে নয়। যুক্ত হয়েছেন লিভারপুল ফাউন্ডেশনের শুভেচ্ছাদূত হিসেবে। এমনটাই নিশ্চিত করেছে ক্লাবটার চ্যারিটি ফাউন্ডেশনটি।

২০১৫ থেকে ২০২৪ এই সময়ে তার অধীনে লিভারপুল খেলেছে ৪৮৯ ম্যাচ। জিতেছেন সম্ভাব্য সব শিরোপা। ফিরিয়ে এনেছিলেন অলরেডদের হারানো গৌরব। কোচ কিংবা ম্যানেজার ছাপিয়ে অলরেডদের নিজেদেরই একজন। তাইতো তার সাথে চ্যাপ্টার ক্লোজ হয়েও হলো না শেষ।