জিম্বাবুয়েকে উড়িয়ে ভারতের সিরিজ জয়

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরেছিল সপ্তাহখানেক আগে বিশ্বকাপ জিতে আসা ভারত। তবে এরপরই সামলে নিয়েছে শুভমান গিলের দল।

পরের দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের দুয়ারে এসে দাঁড়িয়েছিল। আজ জিম্বাবুয়েকে চতুর্থ ওয়ানডেতে হারিয়েছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে। যার ফলে ১ ম্যাচ হাতে রেখে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে গেছে বিশ্বচ্যাম্পিয়নরা।

বিজ্ঞাপন

হারারেতে সিরিজের চতুর্থ ম্যাচে আজ জিম্বাবুয়ে শুরুটা করেছিল ভালো। দুই ওপেনার ওয়েসলি মাধেভেরে আর তাদিওয়ানাশে মারুমানি ষাটোর্ধ্ব উধ্বোধনী জুটি এনে দেন দলকে। মাধেভেরে ২৫ আর মারুমানি করেন ৩২। এরপর সিকান্দার রাজার ২৬ বলে ৪৮ রানের ইনিংসে ভর করে ১৫২ রান তোলে জিম্বাবুয়ে। 

জবাবে শুভমান গিল আর যশস্বী জয়সওয়ালের জুটির কোনো জবাবই দিতে পারেননি জিম্বাবুইয়ান বোলাররা। দুজন ওপেন করতে নেমে ক্ষান্ত হন দলকে জিতিয়েই। জয়সওয়াল ৯২ আর শুভমান অপরাজিত থাকেন ৫৮ রানে। দুজন মিলে ১৫৬ রান তোলেন ৯২ বল খরচায়। যার ফলে ভারত ম্যাচটা অনায়াসেই জেতে। 

এই জয়ের ফলে ভারত ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল। আগামীকাল রোববার এই হারারেতেই হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি।