কোপায় কার হাতে থামল কোন পুরষ্কার? 

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামল কোপার  ২০২৪ আসরের। অতিরিক্ত সময়ে গড়ান ম্যাচে ১১২ মিনিটে লাওতারো মার্তিনেজের গোলে ১-০ ব্যবধানে ফাইনালের লড়াই জিতে কোপায় টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলল আর্জেন্টিনা। এদিকে এটি আলবিসেলেস্তেদের ১৬তম কোপা শিরোপা, যা টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ। 

এদিকে ফাইনালের এই হার দিয়ে থামল কলম্বিয়ার ২৮ ম্যাচের অপরাজিত যাত্রা। আসরজুড়ে তারা ছিল দারুণ ছন্দে। এমনকি ফাইনালেও আক্রমণে দাপট ছিল তাদেরই। তাই তো শিরোপা হাতছাড়া হলেও ফেয়ার প্লে ট্রফিটা থামল কলম্বিয়ানদের হাতেই। এছাড়া টুর্নামেন্ট সেরা খেলোয়াড় তাদের দলেরই, হামেস রদ্রিগেজ। 

বিজ্ঞাপন

তবে টুর্নামেন্ট সেরা গোলরক্ষকের খেতাব আর্জেন্টিনার দখলেই। পুরো আসরে আলবিসেলেস্তেদের গোলপোস্ট সামলিয়ে এমিলিয়ানো মার্তিনেজ গোল হজম করেছেন স্রেফ একটি। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে সেই ম্যাচে পরে টাইব্রেকারের দিবু নৈপুণ্যেই জিতেছিল আর্জেন্টিনা। শেষ পর্যন্ত তার হাতেই উঠল টুর্নামেন্টসেরা পুরস্কারের খেতাব। 

এদিকে আসরের সর্বোচ্চ পাঁচটি গোল করে গোল্ডেন বুট জেতেন লাওতারো। ফাইনালে তার একমাত্র গোলেই আর্জেন্টিনা জেতে শিরপাটিও। 

বিজ্ঞাপন

এক নজরে আসরে কার হাতে থামল কোন পুরষ্কার। 

চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা

রানার্স-আপ: কলম্বিয়া

তৃতীয়: উরুগুয়ে

ফেয়ার প্লে: কলম্বিয়া

টুর্নামেন্ট সেরা ফুটবলার: হামেস রদ্রিগেজ

গোল্ডেন বুট: লাওতারো মার্তিনেজ (৫ গোল)

সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ