পদত্যাগ করলেন পাপন

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অবশেষে বিসিবির সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন। ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবালয়ের কনফারেন্স কক্ষে শুরু হওয়া বিসিবির জরুরি সভা থেকেই মিলেছে পাপনের পদত্যাগের খবর।

এদিকে বিসিবির নতুন সভাপতির পদে কে বসতে যাচ্ছেন তা নিয়ে এখনো কোনো খবর মেলেনি। এছাড়া বিসিবির বাকি পরিচালকেরা পদত্যাগ করেছেন বা করবেন কি-না তা জানা যাবে জরুরি সভা শেষে।

বিজ্ঞাপন

৫ আগস্ট সরকার পতনের পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন পাপন। যার নেপথ্যে অবশ্য তার আরেক পরিচয় সংসদ সদস্য ও সাবেক ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব দিয়ে রাজনীতির অঙ্গনকে ঘিরে। তবে গত ১৫ আগস্ট বেশ কিছু সূত্রের মাধ্যমে জানা যায়, তিনি আপাতত অবস্থান করছেন লন্ডনে এবং সিদ্ধান্ত নিয়েছেন বিসিবি সভাপতির পদ ছাড়ার। তারই সূত্র ধরে আজ সচিবালয়ের বিসিবির জরুরি সভা শেষেই জানা গেল পাপনের পদত্যাগের খবর।

প্রায় এক যুগ ধরে দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটির সভাপতির দায়িত্বে ছিলেন পাপন। সাবেক বিসিবি সভাপতি আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামালের স্থলাভিষিক্ত হয়ে ২০১৩ সালে সভাপতির পদে বসেন তিনি। মাঝে ২০১৮ সালে দায়িত্ব পান এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি। সেই দায়িত্বে ছিলেন ৩ বছর।

বিজ্ঞাপন

এদিকে সবশেষ ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে ২০০৯ সাল থেকে টানা তৃতীয়বারের মতো কিশোরগঞ্জ-৬ আসরের সংসদ সদস্য হিসেবে মনোনীত হয়েছিলেন পাপন। এছাড়া সরকার পতনের আগে ছিলেন ক্রীড়ামন্ত্রীর দায়িত্বেও।