বাংলাদেশ-পাকিস্তান টেস্ট: টস ৩টায়, খেলা শুরু সাড়ে ৩টায় 

  • বার্তা ২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অবশেষে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের টসের সময় জানাল আম্পায়াররা। টস হবে বাংলাদেশ সময় বেলা ৩টায় এবং প্রথম দিনের খেলা শুরু হবে সাড়ে ৩টায়। 

বাংলাদেশ সময় দুপুর ২টায় তৃতীয়বারের মতো মাঠ পরিদর্শনের পর এই সিদ্ধান্ত জানান আম্পায়াররা। ওভার কমে প্রথম দিনে খেলা হবে ৪৮ ওভারের। 

বিজ্ঞাপন

চা বিরতি শুরু হবে বিকেল ৫টা ২০ মিনিটে এবং দিনের তৃতীয় ও শেষ সেশনের খেলা শুরু হবে ৫টা ৪০ মিনিটে। তৃতীয় সেশনের জন্য নির্ধারিত সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত। তবে ওভার শেষ করতে প্রয়োজনে দিনের খেলা বাড়তে পারে ৩০ মিনিট। 

এদিকে রাওয়ালপিন্ডিতে রাতভর বৃষ্টির পর সেটি থামে আজ (বুধবার) সকালে। তবে ভেজা আউটফিল্ডের কারণে টস হয়নি নির্ধারিত সময় সকাল ১১টায়। সেই সময় মাঠ পরিদর্শন করে দুপুর ১২টায় আবারও মাঠ পরিদর্শনের সেশন ডাকেন দুই আম্পায়ার রিচার্ড কেটেলবরো ও আদ্রিয়ান হোল্ডস্টক। তবে সেই সিদ্ধান্ত পাল্টে দেওয়া হয় মধ্যাহ্ন বিরতি এবং এই বিরতি শেষেই জানা গেল খেলা শুরুর সময়। 

বিজ্ঞাপন