টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার

  • বার্তা ২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট শুরুর দুই দিন আগেই একাদশ ঘোষণা করে দেয় পাকিস্তান দল। একদশে চার পেসার রেখে বোলিং আক্রমণ সাজিয়েছে স্বাগতিকরা। এদিকে স্বাভাবিক নিয়মে টসে পরই জানা গেল বাংলাদেশের একাদশ। সফরকারীদের বোলিং আক্রমণেও আছে পেসারদের আধিক্য। 

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত সময়ে চার ঘণ্টা পর গড়াল টস। সেখানে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বিজ্ঞাপন

বাংলাদেশের একাদশে আছে তিন পেসার। ছন্দে থাকা শরিফুল ইসলামের নেতৃত্বে পেস বিভাগ সামলাবেন হাসান মাহমুদ ও নাহিদ রানা। এদিকে স্পিন বিভাগ সামলাবেন সাকিব আল হাসান ও মেহেদী মিরাজ।

বাংলাদেশ একাদশ: 

বিজ্ঞাপন

সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা। 

পাকিস্তান একাদশ:

শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, আবদুল্লাহ শফিক, বাবর আজম, খুররম শাহজাদ, মোহাম্মদ আলি, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আঘা, শাহিন শাহ আফ্রিদি।