স্পেনের ফুটবল প্রধান দুই বছর নিষিদ্ধ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইউরো জিতে দেশে ফেরার পর পেদ্রো রোচার (মাঝে)

ইউরো জিতে দেশে ফেরার পর পেদ্রো রোচার (মাঝে)

ইউরো ২০২৪-এর ট্রফি ঘরে তুলেছে স্পেন ফুটবল দল। কিন্তু স্পেন ফুটবল নিয়ে সমালোচনাও যেন থামছে না। এবার আলোচনার কেন্দ্রে তাদের ফুটবল প্রধান পেদ্রো রোচা। আচরণবিধি ভেঙে তোপের মুখে তিনি। স্পেনের ফুটবলে পেদ্রো রোচাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করল দেশটির প্রশাসনিক ক্রীড়া আদালত।

মঙ্গলবার আদালত এক রায়ে রোচার নিষিদ্ধের ব্যাপারটি নিশ্চিত করে। এর আগে ‘খুব গুরুতর অসদাচরণের’ জন্য রোচার বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল দেশটির প্রশাসনিক ক্রীড়া আদালত। ২ বছর নিষিদ্ধের পাশাপাশি ৩৩ হাজার ইউরো জরিমানাও করা হয় রোচাকে, বাংলাদেশি মুদ্রায় যা চার কোটি টাকারও বেশি।

বিজ্ঞাপন

চুমুকাণ্ডে জড়িত সভাপতি লুইস রুবিয়ালেসের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব নেন রোচা। তারপর এই এপ্রিলে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রোচা।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে রোচার একমাত্র দায়িত্ব ছিল নতুন সভাপতি নির্বাচন করা। দায়িত্বে থাকাকালীন অবস্থায় সাধারণ সম্পাদক আন্দ্রেও কাম্পসসহ বেশ কিছু সিনিয়র সদস্যদের বরখাস্ত করেছিলেন রোচ। যা ক্ষমতার অপব্যাবহার ছাড়া আর কিছুই নয়।

এছাড়া দুর্নীতির অভিযোগে রোচা ও সাবেক সভাপতি রুবিয়ালেসের বিরুদ্ধে স্প্যানিশ বিচার বিভাগ তদন্তও শুরু করেছে।